বর্ধমান জেলার বিখ্যাত একটি তীর্থ ক্ষেত্র হলো কঙ্কালেস্বরী কালী মন্দির|এই মন্দিরে পাথরে খোদাই দেবী কঙ্কালের মতো দেখতে। নাম তাই কঙ্কালেশ্বরী কালী। দেবী এখানে অষ্টভূজা। শায়িত শিবের নাভি থেকে উৎপত্তি হয়েছে পদ্মের। সেই পদ্মার ওপর দেবী বিরাজমান। তাঁর চালচিত্রে একটি হাতি রয়েছে।
প্রচলিত কিংবদন্তী অনুসারে,কমলানন্দ পরিব্রাজক নামে এক সাধক মায়ের স্বপ্নাদেশ পান। স্বপ্নাদেশ অনুযায়ী তিনি দামোদরের তীরে গিয়ে ধোপাদের কাপড় কাঁচার কাজে ব্যবহৃত পাথরটি উদ্ধার করেন। সেই পাথরই খোদাই করা ছিলো এই দেবী মূর্তি। এই পাথরের দেবী মূর্তি পরবর্তীতে প্রতিষ্ঠিত হয় মন্দিরে|
প্রতিটি বিশেষ তিথিতে নিষ্ঠা সহ দেবীর পুজো হয়|এখানে চামুন্ডা মতে দেবীর পুজো হয় এবং এখানে বলী হয়না কখনো|বর্ধমান সহ গোটা বাংলার প্রসিদ্ধ ও প্রাচীন কালী মন্দির গুলির মধ্যে অন্যতম এই কঙ্কালেস্বরী কালী মন্দির|
আগামী দিনে বর্ধমান গেলে এই মন্দির অবশ্যই দর্শন করবেন|আপনাদের জানিয়ে রাখি আগামী 28 নভেম্বর 2021 অর্থাৎ রবিবার আমি থাকছি বর্ধমান চেম্বারে|জ্যোতিষ সংক্রান্ত যেকোনো সমস্যা বা প্রশ্ন থাকলে উল্লেখিত নাম্বারে ফোন করে চলে আসুন|ভালো থাকুন|ধন্যবাদ|