জ্যোতির্লিঙ্গ ত্রম্ব্যকেশ্বর দর্শন

172

জ্যোতিষী শ্রী অনিকেত

শিরডি সাঁই মন্দির দর্শনের পর গন্তব্য ছিলো দ্বাদশ জ্যোতিরলিঙ্গের অন্যতম ত্রম্বোকেশ্বর দর্শন।
ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ নাসিকের কাছে গোদাবরীর তীরে অবস্থিত।

ঠিক কবে যে এই মন্দির কে নির্মাণ করেছিলেন তার তথ্য পাওয়া মুশকিল কারন এখানে শিব যুগের পর যুগ ধরে বিরাজমান। তবে ১,৭৭৫ সালে মারাঠা অধিপতি নানাসাহেব এই মন্দিরের পুননির্মাণ করান।

পুরানেও এই মন্দিরের উল্লেখ আছে।এই মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে মহর্ষি গৌতমের নাম। কথিত আছে, স্ত্রী অহল্যাকে নিয়ে মহর্ষি গৌতম এখানে বাস করতেন। তার স্মৃতি বিজড়িত অক্ষয় কুন্ড আজও আছে।কথিত আছে এখানে স্বয়ং মা গঙ্গা উপস্থিত হয়ে ছিলেন।

সুবিশাল ও অপরূপ এই মন্দিরের অভ্যন্তরে তিনটি ছোট শিবলিঙ্গ রয়েছে যা ত্রিদেব অর্থাত্‍ ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশের প্রতীক হিসাবে বিবেচিত হয়।

জ্যোতিষ নিয়ে যারা চর্চা করেন তারা হয়তো জানেন এই মন্দিরে কালসর্প দোষ নিবারণ করার জন্য প্রসিদ্ধ। বহু দূর থেকে মানুষ আসেন এই মন্দিরে কাল সর্প দোষের খণ্ডন করাতে।

আজ এই জ্যোতিরলিঙ্গ দর্শন করে আমার বহুদিনের আশা পূরণ হলো। মহাদেবের চরণে আমার প্রণাম ও সবার জন্য মঙ্গল কামনা জানিয়ে গেলাম। জয় শিব শম্ভু।