বাংলার শিব মন্দির – স্বেত প্রবালের শিব লিঙ্গ

225

জ্যোতিষী শ্রী অনিকেত

আগামী ফেব্রুয়ারী মাসেই রয়েছে আমাদের সনাতন ধর্মের অন্যতম শাস্ত্রীয় উৎসব শিব চতুর্দশী যথারীতি শিব নিয়ে উন্মাদনা কিছুদিন তুঙ্গে থাকবে|এই সময়ে অনেকেই শিব মন্দিরে শিব মন্দিরে ঘুরেও বেড়ান, বাংলার তারকেশ্বর, জল্পেস্বর শিব লিঙ্গ সব সময়ই জনপ্রিয় তবে এমন কিছু শিব মন্দিরও আছে যা নিয়ে সেভাবে আলোচনা হয়না, আজ আপনাদের বলবো বীরভূমে অবস্থিত একটি অদ্ভূত এবং অপূর্ব শিব লিঙ্গের কথা|

দেশের ৫১ টি সতী পিঠের অন্যতম সতীপীঠ হিসেবে ধরা হয় বক্রেশ্বরকে এখানেই রয়েছে ১০ ফুটের সামুদ্রিক শ্বেত প্রবালের একটি বিশালকার শিবলিঙ্গ যা আনা হয়েছিল ২০০৮ সালে সুদূর ইতালি থেকে।

স্থানীয় এক সাধকের কোনো এক শিষ্য এই শিব লিঙ্গটি স্বপ্নে দেখেছিলেন বলে শোনা যায়|কথিত আছে তিনি ক্রোয়েসিয়ার সমুদ্র সৈকত থেকে স্বেতপ্রবাল সংগ্রহ করে ইতালি তে এই শিব লিঙ্গটি নির্মাণ করিয়ে তার গুরু কে উপহার হিসেবে পাঠিয়েছিলেন বীরভূমে|

স্বযত্নে এই শিব লিঙ্গ স্থাপন করা হয় এখানে|স্বেত প্রবাল একধরণের সামুদ্রিক প্রাণীর দেহ থেকে সৃষ্টি হয় যা জ্যোতিষ শাস্ত্রে শুক্র ও মঙ্গলের যৌথ প্রতিকার রূপে ব্যবহার হয়|স্বেতপ্রবালের তৈরী শিব লিঙ্গ তাও এতো বিশাল আর কোথাও দেখা যায়না|

আগামী দিনে বক্রেশ্বর গেলে দেখতে ভুলবেননা এই দুর্লভ শিব লিঙ্গটি|ফিরে আসবো আগামী কোনো পর্বে নতুন কোনো তীর্থক্ষেত্রর অজানা কথা নিয়ে|পড়তে থাকুন|নমস্কার|

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here