মন্ত্র শক্তি

171

জ্যোতিষী শ্রী অনিকেত

ইতি পূর্বে যন্ত্র ও তন্ত্র ও ধর্মীয় প্রতীক নিয়ে অনেক কিছুই লিখেছি কিন্তু আলাদা করে মন্ত্র নিয়ে সেই ভাবে কখনো লেখা হয়নি, আজ মন্ত্র নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা সংক্ষেপে ও সহজ ভাষায় আপনাদের সাথে ভাগ করে নেবো।

তন্ত্র যেমন তনু বা শরীরের সাথে সম্পর্কযুক্ত তেমনই মন্ত্র মনের সাথে সম্পর্ক যুক্ত|মন্ত্র কি? এক কথায় বলাযায় – অলৌকিক বা দিব্য-শক্তি প্রাপ্তিতে যে শব্দ বা শব্দ সমষ্টি প্রযুক্ত হয় সেই বা সেই সব শব্দকে মন্ত্র বলে, বা জড় জগতের সাথে আধ্যাত্মিক জগতের সম্পর্ক স্থাপনের সংকেতিক মাধ্যম হলো মন্ত্র।মন্ত্র থেকে উৎপন্ন ধ্বনির বিশেষের প্রভাব মানুষ, পশু-পাখি, জীব-জন্তুর ওপর তো পড়েই এমনকি গাছ বা প্রকৃতিও বাদ যায়না|

মন্ত্রের সৃষ্টিকাল নিদ্দিষ্ট করে বলা সম্ভব নয় তবে বলা যেতেই পারে যে যেহেতু বেদে উল্লিখিত তথ্য এবং তত্ত্ব ইত্যাদি মন্ত্রেরই বিকশিত রূপ সেহেতু মন্ত্রের রচনাকাল বেদেরও আগে|নিঃসন্দেহে ভারতে মন্ত্রের রচয়িতা প্রাচীন কালের মুনি-ঋষিরা অন্যদিকে ঋক বেদকে যদি আর্য জাতির প্রাচীনতম গ্রন্থ বলে মেনে নেওয়া হয় তাহলে একথা বলা যেতে পারে তাদের ও আগে মন্ত্র ব্যবহৃত হতো পুজোয়, সাধনায় এবং জনকল্যাণকর কাজে|

শুধু ভারত নয় প্রাচীন মায়া সভ্যতা থেকে শুরু করে ইজিপসিয়ান সভ্যতায় ও মন্ত্র ব্যাবহার হতো|বৌদ্ধ শাস্ত্র ও সনাতন ধর্ম শাস্ত্র গুলিতে মন্ত্র অন্য উচ্চতায় পৌঁছেছিলো|

আধুনিক বিজ্ঞান ও মন্ত্র নিয়ে গবেষণা করছে উঠে আসছে নতুন নতুন তথ্য, মনে হয় বি শ্বব্রম্হান্ড যদি এক রহস্য হয় মন্ত্র হলো সেই রহস্য উন্মোচন করার চাবি বা পাসওয়ার্ড|

জ্যোতিষ ও তন্ত্র জগতে আজও মন্ত্র শক্তি একটি সফল ও অত্যন্ত জনপ্রিয় প্রতিকার যার মাধ্যমে উপকৃত হচ্ছেন লক্ষ লক্ষ মানুষ|

বড়ো বিষয়, আরো অনেক ব্যাখ্যা ও তথ্য দেয়া যেতে পারে তাই চলবে আলোচনা|পড়তে থাকুন|নমস্কার|ফিরে আসবো পরের পর্বে|