শ্রী অনিকেত
আজ বিজয়া দশমী। আজ দেবী দুর্গা অসুরদের বিরুদ্ধে সম্পূর্ণ রূপে জয় লাভ করেছিলেন।আশ্বিন মাসের শুক্ল পক্ষের দশমী তিথিতে অশুভ শক্তির উপর শুভ শক্তির জয় হয়। আজ পিতৃ গৃহ ছেড়ে কৈলাসে স্বামীগৃহে পাড়ি দেন দেবী।
আবার শুক্লা দশমীতেই রাম রাবণকে বধ করেন। রাবণের বিরুদ্ধে যুদ্ধে রামের জয়লাভকেও চিহ্নিত করে বিজয়া দশমী।
আমাদের মহাভারতেও এই বিশেষ তিথিটির উল্লেখ রয়েছে। বারো বছর বনবাস ও এক বছর অজ্ঞাতবাসের শেষে পাণ্ডবরা আশ্বিন মাসের শুক্লা দশমীতেই তাদের অস্ত্র পুনরুদ্ধার করেন এবং নিজেদের পরিচয় ঘোষণা করেন।
শাস্ত্র মতে আজ যদিও দুঃখের দিন নয়। তবে আমাদের মা দুর্গা আজ কৈলাশে ফিরবেন তাই মন খারাপ হবেই। তবে আসছে বছর আবার হবে।
আশা করি পুজো আপনাদের ভালো কেটেছে|সবাইকে জানাই বিজয়ার আন্তরিক প্রীতি
এবং শুভেচ্ছা।