শুভ গান্ধী জয়ন্তী

8

শ্রী অনিকেত

আজ বিজয়া দশমী এবং আজই ইংরেজি ক্যালেন্ডার মতে ২রা অক্টোবর। রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধীর জন্ম জয়ন্তী।

গান্ধীজির ধর্ম নিরপেক্ষ নিয়ে প্রশ্ন থাকতে পারে তবে তাঁর সততা, তার আন্দোলন,এবং ধর্মনিরপেক্ষতাই ভারতের গণতন্ত্রের মেরুদন্ড এবং অন্তরআত্মা।

রাষ্ট্রপিতার ধর্মচেতনার সন্ধান পেতে গেলে তাঁর শৈশবে ফিরতেই হবে। যে পারিবারিক ধর্মীয় ভাবধারায় তিনি বড় হয়েছেন, সেখানে প্রাণনাথী সম্প্রদায়ের বিশেষ ভূমিকা ছিল। গান্ধীজীর বাবা এবং মা সেই সৎ প্রণামী বা প্রাণনাথী সম্প্রদায়ের মানুষ। আঠারো শতকের গোড়ায় প্রাণনাথ নামের এক সাধক এই গোষ্ঠীর প্রতিষ্ঠাতা। এই প্রাণনাথের উদ্দেশ্য ছিল, হিন্দু ও ইসলাম-সহ সকল ধর্মের সমন্বয় সাধন। 

গান্ধীজি গীতার গভীর অনুরাগী ছিলেন। বেদ উপনিষদ এবং পুরানে ছিলো তাঁর অগাধ পান্ডিত্য। তারপরেও  গান্ধীজী হিন্দু মতের চেয়ে গভীরে অন্য একটি সত্য মত নিজের জন্য তিনি তৈরি করেছিলেন। যদি এই সত্যধর্মের সঙ্গে হিন্দু ধর্মের সংঘাত বাধত, গাঁধী তাঁর অন্তরের সত্যধর্মের পথই অনুসরণ করতেন|তাঁকে অস্পৃশ্যতা কোনও দিন স্পর্শ করতে পারেনি। 

সহজ কথায় গান্ধীজি ছিলেন সব ধর্মের প্রতি শ্রদ্ধশীল এবং ভগবান রামের চরিত্র ও আদর্শ তাকে উদ্বুদ্ধ করতো |প্রভু শ্রী রামের ভজন ছিলো তার খুব প্রিয়। জীবনের শেষ মুহূতেরও তিনি শ্রী রামকে ছাড়েননি।

আজ এই মহাত্মার জন্মদিনে  জানাই প্রনাম ও শ্রদ্ধার্ঘ। সবাইকে গান্ধী জয়ন্তীর শুভেচ্ছা।