উপরত্ন – গারনেট ও জারকন

496

একজন পেশাদার জ্যোতিষী হিসেবে বলতে পারি খারাপ মানের ও স্বল্প মূল্যের প্রধান গ্রহ রত্ন ধারন করার চেয়ে সঠিক মানের উপরত্ন সঠিক জ্যোতিষ পরামর্শ নিয়ে উপযুক্ত পরিমানে ধারন করলে অনেক ভালো দ্রুত সুফল পাওয়া যায়|আজ এমনই দুটি কার্যকরী উপরত্নর কথা বলবো|

যদিও আমি মনে করি রাহু আর কেতুর সঠিক রিমেডি নির্বাচন করা কঠিন কাজ  তবে রাহুর উপরত্ন ব্যবহারের চল বহু প্রাচীন গারনেট বিশুদ্ধ খনিজ পদার্থ। অশুভ রাহুর জন্য এই রত্ন ব্যবহার হয়ে থাকে। গোমেদের পরিবর্তে ব্যবহার করা হয়|
রাহুর সুফল পেতে এই রত্ন বেশ কার্যকরী|

জারকনকে অনেকেই কৃত্রিম হিরে ভাবেন আসলে এটি শুক্রের উপরত্ন|নানা বর্ণের জারকন পাওয়া যায়। এগুলি দামেও সস্তা। এটি জন্মছকে শুক্র দুর্বল থাকলে ধারণ করতে হয়। শুক্র গ্রহটি বেশ স্পর্শকাতর গ্রহ। আমাদের জন্মছকে ৮০ ভাগ লোকের শুক্র নানাভাবে কুপিত বা দুর্বল থাকে। হিরে খুব দামী হওয়ায় জারকনের ব্যবহার বেশ জনপ্রিয়|আমি নিজে বহুবার জারকন রিমেডি হিসেবে দিয়ে ভালো ফল পেয়েছি|

তবে আবার বলবো সাফল্য নির্ভর করে নিখুঁত ভাগ্য গননা ও সঠিক প্রতিকারের উপর|সঠিক ভাগ্য বিচার ও প্রতিকারের জন্যে যোগাযোগ করুন উল্লেখিত নাম্বারে|ভালো থাকুন|নমস্কার|

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here