সরস্বতী পুজোর শুভেচ্ছা

112

শ্রী অনিকেত

অনেকেই মজা করে বলেন সরস্বতী পুজো নাকি বাংলার আসল ভ্যালেনটাইন্স ডে। কথাটা মিথ্যে নয়। অনেকের কাছেই সরস্বতী পুজো মানে প্রথম শাড়ি, প্রথম অবাধ স্বাধীনতা, প্রথম প্রিয়জনের সাথে ঘুরতে যাওয়া আরো অনেক কিছু। তবে এতো কিছুর মাঝে সরস্বতী মায়ের আসল স্বরূপ এবং পুজোর প্রকৃত উদ্দেশ্য ভুলে গেলে চলবেনা।

দেবী সরস্বতী আমাদের সনাতন ধর্মের বৈদিক দেবীদের অন্যতম, তিনি জ্ঞান ও বিদ্যার দেবী তাই যারা শিক্ষা ও সৃজনশীল কাজের সাথে যুক্ত তারা ওধিক উৎসাহ ও ভক্তি সহকারে সরস্বতী বন্দনায় নিয়োজিত থাকেন আজকের দিনে|

সরস্বতীর জন্ম হয়েছে ধ্যান মগ্ন ব্রহ্মার মুখ থেকে, এবং স্বয়ং ব্রহ্মাই তাকে শিক্ষা ও সৃজনশীল কাজের দেবী রূপে দায়িত্ব দেন, তিনি সরস্বতী অর্থাৎ তিনি সর্বদা ও সর্বত্র আছেন ঠিক যেমন জ্ঞান, তার বাহন রাজ হংস  ও জ্ঞানের মতোই সব স্থানে অর্থাৎ জলে স্থলে এবং আকাশে স্বমহিমায় বিরাজমান|আজকে এই তিথিতেই ব্যাসদেব তার বদ্রিকা আশ্রমে দেবীকে তপস্যা করে তুষ্ট করে তার দর্শন পেয়ে ছিলেন ও পূজা করে ছিলেন|

দেবী সরস্বতীর পুজোর উদ্দেশ্যে হলো বিদ্যা লাভের পথ প্রশস্ত করা এবং শিক্ষা ক্ষেত্রে তার আশীর্বাদ নিয়ে এগিয়ে যাওয়া ও জীবনে সফল হওয়ার। স্বরস্বতী মায়ের আশীর্বাদে সবার সেই কামনা পূরণ হোক। সবাইকে সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা। ভালো থাকুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here