নেতাজী লহ প্রণাম

75

শ্রী অনিকেত

নেতাজি শুধু কোনো রাজনীতিবিদ বা স্বাধীনতা সংগ্রামী নন, তিনি আমার কাছে একটি আদর্শ একটি জীবন দর্শন, যে আদর্শ আপোষহীন সংগ্রাম শেখায়, মাথা উঁচু করে অন্যায়ের বিরুদ্ধে লড়তে শেখায়…

এই বীর বঙ্গ সন্তানের কোনো মৃত্যু নেই, তিনি অমর, আমাদের মনে,আমাদের অন্তরে তিনি তিনি চিরকাল জীবিত এবং রাজার আসনে বিরাজমান|ভারতকে জানতে ও চিনতে হলে যেমন বিবেকানন্দকে জানতে হবে তেমনই দেশের স্বাধীনতার লড়াই ও  সংগ্রামের ইতিহাস জানতে চাইলে সুভাষকে জানতে হবে|

তিনি একটি আবেগের নাম যে আবেগের জন্ম আছে মৃত্যু নেই। আসলে তিনি ছিলেন আছেন এবং থাকবেন। সব ভারতবাসীর অন্তরে তার স্থান।

কারণ ভারতবর্ষ নেতাজীর কাছে শুধু ভুখন্ড ছিলোনা, ছিলো দেশ মাতৃকা যে দেশ মাতৃকার পরাধীনতা ঘোচাতে তিনি নিজের জীবন বাজি রেখে ছিলেন|

আজ তেইশে জানুয়ারি, নেতাজীর জন্মদিন|জন্মদিনে নেতাজীকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম|জয় হিন্দ|