শ্রী অনিকেত
শাস্ত্রে যতজন অবতারের উল্লেখ আছে রাম তাদের মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ বললে ভুল বলা হয়না। তবে শুধু শাস্ত্র নয় তিনি এক মূর্তিমান বাস্তব।তাই আজকের এই দিন সারা বিশ্বের কাছে স্মরণীয়। আজ রাম লালা নিজ আসনে বিরাজমান হবেন।
প্রভু একাধারে শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ বীর, শ্রেষ্ঠ প্রভু এবং অবশ্যই শ্রেষ্ঠ স্বামী। তিনি ভারতের অন্তরআত্মা। তাকে বাদ দিয়ে সনাতন ধর্মের অস্তিত্ব নেই।
বিতর্ক, মত পার্থক্য, বিবাদ সব থাকবে। তবে সবার উপরে থাকবেন শ্রী রাম। কারন রাম আছে তাই আমরা আছি। রাম থাকলে আমরা থাকবো।
আজ এক ইতিহাস রচনা হবে। আজ থেকে ভারত মানে আর শুধু তাজ মহল নয়, ভারত মানে অযোধ্যার সরজু নদীর তীরে অবস্থিত রাম মন্দির।
আজ এই গর্বের দিনে একজন সনাতনী হিসেবে তাই গর্ব করে বলতে হবে। জয় শ্রী রাম।