শুভ দীপাবলী

103

ভারতবর্ষ যে কত বৈচিত্রপূর্ন দেশ তা আমাদের উৎসবগুলি দেখলে বেশ বোঝা যায়|দীপাবলী দেশের নানা প্রান্তে আলাদা আলাদা কারনে ও ভিন্ন ভিন্ন রীতিতে পালন হয়।

বাংলায় কালী পুজো একদিন হলেও
উৎসব পর্ব শুরু হয় ত্রয়োদশী থেকে৷
অর্থাৎ দিন ধনতেরাস দিয়ে|মহারাষ্ট্র ও দক্ষিণ ভারতে চতুর্দশীর দিন পালন করা হয় ছোটি দিওয়ালি৷ আজ দিওয়ালি৷ সারা রাত কালীপুজো ও আলোর উৎসব নিয়ে মাতবে সবাই৷বাড়িতে বাড়িতে চলছে লক্ষী-গণেশ পুজোর প্রস্তুতি৷

বিশ্বাস করা হয় এই দিন চোদ্দ বছর বনবাসে কাটিয়ে ঘরে  ফিরেছিলেন রাম৷ তাই রামচন্দ্রের পথ আলোকিত করতেই অমাবস্য়ার রাত সেজে উঠেছিল আলোয়৷ এই দিন সুখ সমৃদ্ধির জন্য় একসঙ্গে তাই লক্ষী-গণেশ পুজো করা হয়৷

আজ দীপান্বিতা অমাবস্যায় কালী পুজো হয় গোটা বাংলায়, তন্ত্র সাধনা, শক্তি সাধনার শ্রেষ্ঠ রাত এই অমাবস্যা।মহান তন্ত্র সাধক কৃষ্ণানন্দ আগমবাগিশ তার স্বপ্নে দেখা যে দক্ষিনাকালী স্থাপন করে পুজো শুরু করেছিলেন। পৌঁছে দিয়েছিলেন সাধারণ মধ্যবিত্তর গৃহ মন্দিরে। সেই দক্ষিনা কালী রূপই আজ পূজিত হবে সারা বাংলায়।

আমাদের মা মুক্তেশ্বরীরও আজ যথারীতি
পুজো হবে আজ| সবাইকে জানাই শুভ
দীপাবলী ও কালী পুজোর আন্তরিক শুভেচ্ছা|
ভালো থাকুন|সুস্থ্য থাকুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here