ভুত চতুর্দশী কি এবং কেনো

106

শ্রী অনিকেত

যদিও অনেকে পাশ্চাত্য সভ্যতার হ্যালোয়েনের সাথে আমাদের ভুত চতুর্দশীর তুলনা টানছেন। কিন্তু শাস্ত্রীয় ভাবে আমাদের সম্পূর্ণ আলাদা।

যাকে আমরা ভুত চতুর্দশী বা নরক চতুর্দশী বলি তার সাথে একটি পৌরাণিক ঘটনা জড়িয়ে আছে,
কালীপূজার আগের রাতে রাজা বলি পাতাল থেকে পৃথিবীতে পূজা নিতে আসেন তার সঙ্গী সাথীদের নিয়ে তাই নরক চতুর্দশী তিথিটির সাথে জড়িয়ে আছে নরকের নাম বা ভুতের নাম|

এই দিক দিয়ে এটি একটি পৌরাণিক ঘটনা
কে কেন্দ্র করে সৃষ্টি হওয়া শাস্ত্রীয় অনুষ্ঠান।

শাস্ত্র মতে কার্তিক মাসের চতুর্দশী তিথিতে যে চৌদ্দটি প্রদীপ জ্বালানো এবং চৌদ্দ রকম শাক একত্রে রান্না করে অন্নের সাথে খাওয়ার রীতি চলছে তার ও অন্য একটি ব্যাখ্যা আছে|আসলে ভুত মানে অতীত, আমাদের চোদ্দ পুরুষের আত্মারা আজ আমাদের আশীর্বাদ করতে আসেন এবং আমরা তাদের শ্রদ্ধা জানাই চোদ্দটি প্রদীপ জেলে আর চোদ্দটি শাকের মধ্যে আছে প্রকৃতির বা সৃষ্টির পাঁচটি উপাদানের শক্তি যা আমাদের শক্তি ও সুস্বাস্থ্য দেয়|

ভুত প্রেত নিয়ে মিম বানানো এবং বিদেশের হ্যালোয়েন এর কায়দায় শুভেচ্ছা জানানো ভালো কথা কিন্ত তার পাশাপাশি এই শাস্ত্রীয় ব্যাখ্যা গুলির ও প্রচার হওয়া দরকার বলে মনে হয়|
ভুত চতুর্দশী পালন করুন রীতি মেনে|দীপাবলীর আগাম শুভেচ্ছা জানাই|ভালো থাকুন|সুস্থ থাকুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here