শুভ নববর্ষ

118

জ্যোতিষী শ্রী অনিকেত

নতুন কিছু শুরু করার জন্য যদিও কোনো নিদ্দিষ্ট সময় বা বয়স নেই। তবে জ্যোতিষ শাস্ত্রে তিথি নক্ষত্র মেনে নতুন বা শুভ কাজ শুরু করার বিধান আছে। আবার বছরের এই দিন টিতো সর্বদাই নতুন কোনো শুভ কাজ আরম্ভ করার জন্য
ভালো দিন।কারন আজ পয়লা বৈশাখ।
এই পয়লা বৈশাখ বাঙালিরা খুব গর্বের কারন বাংলা ক্যালেন্ডারের প্রথম দিন আজ।আজ নতুন বছরকে বরণ করে নেয়ার দিন।

পশ্চিমবঙ্গ সহ অসম, ত্রিপুরা ও বাংলাদেশে বাঙালিরা পালন করে এই নব বর্ষ পালন।
অসমে, নববর্ষ বিহু হিসাবে পালিত হয়।
আবার দেশের কিছু অংশে বৈশাখী উৎসব মানে
নতুন ফসল ঘরে তোলার উৎসব।

বহু প্রাচীন কাল থেকে এই পয়লা বৈশাখ বাঙালি জাতির ব্যাবসায়িক সাফল্য বা অর্থনৈতিক প্রাধান্য বিশ্ব বাসির কাছে তুলে ধরছে।কারন আর্থিক ভাবে নতুন বছরের সূচনা করে এই দিনটি তাই ব্যাবসায়ীরা হালখাতা বা ব্যবসার হিসেব নিকেশ শুরু করতো এই দিনটি থেকে।এখনো বাংলায়
এই পরম্পরা টিকে আছে।

জ্যোতিষ শাস্ত্রেও এই দিনটি গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিচ্ছে কারন ১৪ এপ্রিল সূর্য মীন রাশি ছেড়ে মেষ রাশিতে প্রবেশ করবে। অর্থাৎ পনেরো এপ্রিল থেকে কিছু রাশি এই সঞ্চারের ফলে নানা ভাবে প্রভাবিত হবে।আবার ২০ এপ্রিল হতে চলেছে বছরের প্রথম সূর্যগ্রহণ জ্যোতিষ ও তন্ত্র মতে রাশি এবং লগ্ন সাপেক্ষে তার গুরুত্ব আছে।

গ্রহ নক্ষত্র নিয়ে বিস্তারিত আলোচনা পরে হবে।
এখন আসুন নতুন বছরকে স্বাগত জানাই। সবাইকে জানাই নব বর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন।
ভালো থাকুন। সুস্থ্য থাকুন। শুভ নববর্ষ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here