চরক উৎসবের শুভেচ্ছা

97

জ্যোতিষী শ্রী অনিকেত

আজ চৈত্র মাসের শেষ দিন। কাল থেকে শুরু নতুন বছর।চৈত্র মাসে শেষ দিন অনুষ্ঠিত হয় চড়ক উৎসব।চরক উৎসব একদিকে যেমন গ্রাম বাংলায় একটি লৌকিক রীতি হিসেবে পালিত হয় তেমনই আবার শাস্ত্রে বিশেষ করে পুরানেও এই উৎসব নিয়ে ব্যাখ্যা আছে।

ব্রহ্মবৈবর্ত পুরাণে আছে শিবলোক প্রাপ্তির জন্য চৈত্র মাসে নৃত্য উৎসব পালন করা হয়। চৈত্র মাসে
পালিত সেই নৃত্য উৎসবই আমাদের চরক উৎসব।

পুরান থেকে পাওয়া আরো একটি ব্যাখ্যা
অনুসারে শিবভক্ত বাণরাজা  কৃষ্ণের বিরুদ্ধে যুদ্ধে ক্ষতবিক্ষত হওয়ার পর অমরত্ব পাওয়ার আশায় নিজের শরীরের রক্ত বের করে শিবকে নিবেদন করেন এবং অমরত্বের আশায় নিজের সেনা বাহিনী নিয়ে আত্ম সমর্পণ করেন শিবের কাছে।সেই ঘটনার স্মৃতিতেই প্রত্যেক বছর এই দিনে চড়ক উৎসব পালন করা হয়।

শাস্ত্রীয় ব্যাখ্যা যাই হোক। আজ উৎসবের দিন।
পুরোনো বছরের গ্লানি এবং ব্যার্থতা দূর করে ভগবানের আশীর্বাদ নিয়ে নতুন বছরের জন্য প্রস্তুত হওয়ার দিন।

সবাইকে জানাই চরক উৎসবের শুভেচ্ছা।
ভালো থাকুন। সুস্থ্য থাকুন। হর হর মহাদেব।