জ্যোতিষী শ্রী অনিকেত
আজ মহাষ্টমী, শাস্ত্রমতে দুর্গাপুজোর অষ্টমীর
তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ।মহাঅষ্টমী তিথিতে দেবীকে কুমারী ও চামুন্ডা রূপে পুজো করা হয়ে থাকে এবং এই তিথিতেই অনুষ্ঠিত হয় কুমারী পুজো যেখানে ষোলো বছরের কম বয়স্কা কোনো কুমারী বালিকাকে দেবীজ্ঞানে পূজা করার রীতি আছে।
কেনো দেবীর এই কুমারী রূপ এবং কেনো তিনি চামুন্ডা রূপে আবির্ভুতা হয়ে ছিলেন এই প্রসঙ্গে পুরানে বিস্তৃত ব্যাখ্যা রয়েছে, পুরান অনুসারে
ব্রহ্মা স্তব করে দেবীকে জাগরিত করেন। দেবী তখন কুমারীর বেশে তাঁকে বোধনের নির্দেশ দেন। ব্রহ্মা স্তবে জাগরিতা দেবী পরে বালিকামূর্তি ত্যাগ করে চণ্ডিকামূর্তি ধারণ করেন ও দুষ্টের দমন করেন|
অষ্টমীতেই অনুষ্ঠিত হয় সন্ধি পুজো| এইসময় দেবী দুর্গাকে চামুন্ডা রূপে পুজো করা হয়ে থাকে।শাস্ত্র মতে সন্ধিপুজোর মাহেন্দ্রক্ষণেই দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন|অষ্টমী তিথি শেষে এবং নবমীর সূচনাতে দুর্গাপুজোর একটি বিশেষ মুহূর্ত বা সন্ধিক্ষণ এ হয় এই সন্ধিপুজো|
আজ মহাষ্টমীতে দূর্গাপুজোর সব থেকে গুরুত্বপূর্ণ উপাচার গুলিও পালিত হয়, যেমন একশো আটটি পদ্ম নিবেদন যা অকাল বোধনের সময় রামচন্দ্রও কোরেছিলেন|আপনাদের সকলকে মহাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন|পুজোর পরেই আগামী 23 তারিখ আসছি কালীঘাট চেম্বারে যারা সরাসরি কোনো সমস্যা নিয়ে আসতে চান আমার কাছে অবশ্যই বিশদে জানতে যোগাযোগ করুন উল্লেখিত নাম্বারে|ভালো থাকুন নমস্কার|