শুভ কার্তিক পুজো

387

সনাতন ধর্মের অন্যতম দেবতা, দেব সেনাপতি কার্তিকের পুজো আজ, কার্তিক সংক্রান্তিতেই পূজিত হন তিনি প্রতি বছর|যত দিন বাঙালির পাড়া কালচার ছিলো নিঃসন্তান দম্পতি বা নব বিবাহিত দম্পতিদের বাড়িতে কার্তিক প্রদানের রীতি ছিলো|আজও কোথাও কোথাও পালন হয় এই রীতি

শাস্ত্রে কার্তিক সম্পর্কে প্রচলিত ধারণা হল তিনি শিব-পার্বতীর দ্বিতীয় পুত্র, রণনিপুণ, ময়ূরবাহন, স্বর্গরাজ্য বা দেবতাদের সেনাবাহিনীর প্রধান। আবার কোথাও তিনি অগ্নিদেবতা, যুদ্ধদেবতা, কখনও বা প্রজননের দেবতাও।পুরান অনুসারে তারকাসুর বধের কারণে তাঁর জন্ম! আর্য দেবতা হয়েও আর্যাবর্তে আজ প্রায় ব্রাত্য! দক্ষিণ আর পূর্ব ভারতের সংকীর্ণ এক গণ্ডির মধ্যে পূজিত হন তিনি|দক্ষিণ ভারতে তিনিই মুরগান|

তারকাসুর নামে এক অসুরের অত্যাচারে অতিষ্ট দেবতারা ব্রহ্মার কাছে দরবার করলে ব্রহ্মা তাঁদের জানান যে শিব ও পার্বতীর মিলনে যে পুত্র জন্মাবে সে তারকাসুরকে বধ করতে সক্ষম। সেই উদ্দেশ্য সম্পন্ন হয় মহাদেবের কৃপায় কার্তিকের জন্মের মাধ্যমে|

একদা বাংলায় কার্তিকপুজো খুবই জনপ্রিয় ছিল  দক্ষিণবঙ্গের বাঁশবেড়িয়া চুঁচুড়া, পূর্বস্থলী, কাটোয়া অঞ্চলে কার্তিকপুজো মহাসমারোহে পালিত হয়|

আপনাদের সবাইকে জানাই কার্তিক পুজোর শুভেচ্ছা ও অভিনন্দন|ভালো থাকুন|নমস্কার জানিয়ে আজ বিদায় নিলাম|

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here