নববর্ষর শুভেচ্ছা ও অভিনন্দন

225

জ্যোতিষী শ্রী অনিকেত

আবারও শুরু হলো বাংলা নতুন বছরের ক্যালেন্ডার ১৪২৯। এক সময় নববর্ষ পালিত হতো ঋতুধর্মী উৎসব হিসেবে। তখন এর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কৃষির, কারণ কৃষিকাজ ছিল ঋতুনির্ভর। এই কৃষিকাজের সুবিধার্থেই মুঘল আমলে পয়েলা বৈশাখ অনুষ্ঠানের সূচনা হয়|

আধুনিক নববর্ষ উদ্‌যাপনের খবর প্রথম পাওয়া যায় ১৯১৭ সালে। প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশদের বিজয় কামনা করে সে বছর পহেলা বৈশাখে বিশেষ পুজোর ও হোম যজ্ঞর আয়োজন করেছিলো|

বর্তমানে দুই বাংলায় মহা সমারোহে পালিত হয় পয়লা বৈশাখ|আসলে বিশ্বের সব প্রান্তের বাঙালির কাছেই পয়লা বৈশাখ এক মিলন উৎসব আর নতুন বছরের উৎসবের সঙ্গে গ্রামীণ জনগোষ্ঠীর কৃষ্টি ও সংস্কৃতির নিবিড় যোগাযোগ।
যারা ব্যবসা বানিজ্যর সাথে যুক্ত তাদের জন্যে এই দিনটি হাল খাতার দিন হিসাবেও বেশ জনপ্রিয়|

যেকোনো নতুন সংকল্প নেয়ার জন্যে অথবা নতুন করে চিন্তা ভাবনা শুরু করার জন্যে  বছরের এই দিনটিকে নির্দ্বিধায় বেছে নিতে পারেন|

পুরনো বছরের হতাশা, দুঃখ, অবসাদ ধুয়ে যাক এই আমার কামনা। সুখ, আনন্দে মুছে যাক সকল যাতনা। শুভ নববর্ষ। রইল নববর্ষের একরাশ শুভেচ্ছা। নমস্কার|