জ্যোতিষ শাস্ত্রে প্রতিকার- স্ফটিক এর মালা

521

আগের পর্ব গুলিতে বহু রত্ন, যন্ত্র এবং রুদ্রাক্ষ নিয়ে লিখেছি আজ একটি অত্যন্ত শক্তিশালী ও সহজলভ্য প্রতিকার নিয়ে লিখছি তা হলো স্ফোটিকের মাল|

জ্যোতিষ শাস্ত্র ও রত্ন বিজ্ঞান অনুসারে স্ফটিক একটি অত্যন্ত ক্ষমতা শালী ক্রিস্টালা যা মানুষের জীবনের অনেক শারীরিক ও মানসিক সমস্যা দূর করতে সক্ষম|

মানসিক শান্তি আনে এটি। বিদ্যা এবং দাম্পত্য সুখ বৃদ্ধি করে। জ্ঞানপ্রাপ্তিতে সাহায্য করে। একাগ্রতা বৃদ্ধিতে সাহায্য করে।

স্বচ্ছ স্ফটিক চন্দ্র ও শুক্রের জন্য প্রয়োগ করা হয়। স্ফটিকের মালা ধারণ করলে আর্থিক দিক থেকে উন্নতি লাভ করা সম্ভব হয়। যাদের রাশিচক্রে চন্দ্র দুর্বল তাদের ক্ষেত্রে স্ফটিক খুব উপকারী। 

কোন ক্ষেত্রে কী ধরণের স্ফটিক ধারণ করবেন আসুন জেনে নিই- আর্থিক দিক উন্নতি লাভ করতে পিরামিড আকারের স্ফটিক ঠাকুরের আসনে রাখুন। পড়াশোনার জন্য স্ফটিকের বল ঘরের ঈশানকোণে ঝুলিয়ে দিন।ক্যাশ বাক্সে একটি স্ফটিক রেখে দিলে ভাল উপকার পাবেন|স্ফটিকের মালা ধারণ করলে শরীর ও মন অনেকটা সুস্থ থাকবে।

আপনার জন্মছক অনুসারে সঠিক স্ফটিক ও তার সঠিক ব্যবহার কোনো একজন অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষীর কাছে জেনে নিয়ে তারপর স্ফটিক ধারন করাই শ্রেয়|যেকোনো জ্যোতিষ পরামর্শ ও সঠিক প্রতিকারের জন্য যোগাযোগ করতে পারেন|ভালো থাকুন|নমস্কার|

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here