কিছুদিন আগেই প্রেম ও জ্যোতিষ শাস্ত্রের সম্পর্ক নিয়ে লিখেছি|আজ ভ্যালেন্টাইন্স ডে, প্রেমের উৎসব, সেন্ট ভ্যালেন্টাইন তার জীবন উৎসর্গ করেছিলেন প্রেমের স্বার্থে তার আত্মত্যাগ স্মরণ করেই এই দিন পালন করা হয়|
প্রেমের সূচনা হয় বন্ধুত্ব থেকে আবার এই বন্ধুত্বর কারক গ্রহ হলো বুধ আবার প্রেম আসে অন্তরালে, গোপনে, আর গোপন মানেই কেতু|এছাড়াও প্রেম একটি মানসিক প্রক্রিয়া তাই মনের কারক গ্রহ চন্দ্রের গুরুত্বকেও অস্বীকার করা যায়না|
ট্রাডিশনাল বৈদিক জ্যোতিষ শাস্ত্র মতে প্রেমের কারক গ্রহ শুক্র, শুক্রের অবস্থান বিচার করে জাতক বা জাতিকার প্রেম জীবন সম্পর্কে প্রেডিকশন করা হয়|আবার নাড়ী জ্যোতিষ মতে প্রেমের প্রধান কারক গ্রহ কিন্তু শুক্র নয়, বুধ তাই এক্ষেত্রে বুধকে প্রাধান্য দেয়া হয়|ভাব বিচারের ক্ষেত্রে ৫ম স্থান প্রেম ঘটিত বিষয় কে সূচিত করে। সুতরাং প্রেম ঘটিত বিবাহ গণনা করার ক্ষেত্রে এটি হল প্রাথমিক স্থান। প্রেম ঘটিত বিবাহের ক্ষেত্রে ৫ম স্থানের গুরুত্ব অপরিসীম|তবে আমাদের দেশে প্রেমের সফল পরিণতি যেহেতু বিবাহ সেক্ষেত্রে বিবাহের স্থান হিসাবে চিহ্নিত সপ্তম স্থান কেও গুরুত্ব দিয়ে বিচার করা হয়|
সব শেষে বলবো শুধু কোনো বিশেষ গ্রহ বা ভাব নয় তার পাশাপাশি গ্রহদের নাক্ষত্রিক যোগাযোগ ও অবস্থান ও খুঁটিয়ে দেখতে হয়, আর দেখতে হয় প্ল্যানেটারি ট্রানসিট বা গ্রহের সঞ্চার এবং দশা, মহা দশা ও অন্তরদশা|এক কথায় একটি জন্ম ছকের চুল চেরা বিশ্লেষণ প্রয়োজন হয় প্রেম জীবনের সাফল্য বা ব্যার্থতা বিচার করে তার সমাধান করতে গেলে|প্রেমের উৎসব এক দিন হলেও প্রেম নিয়ে সমস্যা থাকে সব সময় আর সমস্যা থাকলে সমাধান থাকবেই|সঠিক প্রেডিকশন আর উপযুক্ত প্রতিকার পারে সমাধান দিতে|সমস্যা নিয়ে বসে থাকবেন না|যোগাযোগ করুন|নিজের প্রেম কে সার্থক করুন|সেটাই হবে শ্রেষ্ট উপকার|সবাইকে ভ্যালেন্টাইন্স ডের শুভেচ্ছা|ভালো থাকুন|নমস্কার|