জ্যোতিষ শাস্ত্র ও প্রেম

227



চলছে প্রেমের মাস, আর কদিন পরেই প্রেমের উৎসব ভ্যালেন্টাইন্স ডে|আজকের লেখায় জানাবো জ্যোতিষ শাস্ত্র প্রেম নিয়ে কি বলছে|জানাবো,আপনি কি প্রেমে সফল হবেন?আপনার প্রেম কি বিয়ের পরিনতি পাবে? বা জন্ম ছকে কি থাকলে প্রেম বিয়ে অবধি এগোয়?
শুক্র ও বৃহস্পতির সম্বন্ধিত যোগ জাতক-জাতিকার আধ্যাত্মিক প্রেম যোগ তৈরি করে। যদি চন্দ্রের লগ্ন ভাবের সঙ্গে যুক্ত থাকে অথবা লগ্নপতির সপ্তম ভাব অথবা সপ্তম ভাবের স্থিত গ্রহের সঙ্গে সম্বন্ধ হয়, তাহলে প্রেম-বিবাহের যোগ তৈরি হয়। 
যখন শুক্র, শনি অথবা রাহুর দৃষ্ট থাকে বা শুক্র, শনি বা রাহুর সঙ্গে যুক্ত থাকে, তখন প্রেম বিবাহের যোগ তৈরি হয়। পঞ্চম-ভাব ও সপ্তম-ভাবের অধিপতিদের পরিবর্তন যোগ, পঞ্চম-পতি ও সপ্তম-পতির যুক্তি তথা পঞ্চম-পতি আর সপ্তম-পতির মধ্যে দৃষ্টির সম্বন্ধ থাকলে প্রেম-বিবাহের যোগ তৈরি হয়। 
পঞ্চম-ভাবে শুক্র আর চন্দ্রের যোগ, পঞ্চম-পতির শুক্র আর চন্দ্রের সঙ্গে সম্পর্কে প্রেম-বিবাহের যোগ তৈরি করে।  শুক্র আর চন্দ্রের যোগে জাতক-জাতিকার মধ্যে প্রেমের মধ্যে রসিকতা, আকর্ষণ, একাত্মতা তৈরি হয়। এই যোগে অনেকের বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হতে দেখা যায়।  
মঙ্গল যদি পঞ্চম-ভাব বা তার অধিপতির সঙ্গে যুক্ত হয়, তাহলে প্রেম-বিবাহ যোগ তৈরি হয়।
পঞ্চম-ভাবের অধিপতির সপ্তম-ভাবের সঙ্গে অথবা সপ্তম-ভাবে স্থিত গ্রহের সঙ্গে সম্বন্ধ থাকে তাহলে জাতক-জাতিকার প্রেম-বিবাহের যোগ তৈরি হয়।
 জন্মকুণ্ডলীতে পঞ্চম-ভাব, সপ্তম-ভাব তথা একাদশ-ভাবের অধিপতিদের মধ্যে পরস্পর সম্পর্ক যুক্ত হলে প্রেম-বিবাহের যোগ তৈরি করে। 
জন্মকুণ্ডলীতে মঙ্গল যদি সপ্তম ভাবে থাকে, সে ক্ষেত্রে জাতক-জাতিকার প্রেম-বিবাহের যোগ তৈরি হয়।  
কিছু ক্ষেত্রে গ্রহগত অবস্থান, সঞ্চার এবং গ্রহের কু প্রভাবে প্রেম ব্যার্থ হয় বা বাঁধা আসে সে ক্ষেত্রে সঠিক প্রেডিকশন এবং প্রতিকার সমস্যা মেটাতে পারে|জ্যোতিষ শাস্ত্র মতে প্রেম সংক্রান্ত যেকনো সমস্যার সমাধান পেতে উল্লেখিত নাম্বারে যোগাযোগ করতে পারেন|ভালো থাকুন|নমস্কার|