জ্যোতিষ শাস্ত্র ও লটারি তে অর্থলাভ

388



নমস্কার আমি জ্যোতিষী শ্রী অনিকেত, আমরা অনেকেই চাই রাতারাতি প্রচুর অর্থ লাভ করতে অর্থাৎ ফাটকা ইনকাম করতে, এই জন্যে অনেকে লটারিও কেনেন|কিন্তু সবাই কি পারে লটারি জিততে, না কারন জ্যোতিষ শাস্ত্র মতে কয়েকটি বিশেষ গ্রহগত সংযোগ জন্মছকে থাকলে তবেই লটারি জিততে পারেন|আসুন দেখে নিই লটারি জিতবেন কারা|
বুধ যদি স্বস্থানে একাদশ ভাবে ষষ্ঠ পতির সঙ্গে অবস্থান করে, তা হলে অভাবনীয় উপায়ে অর্থ লাভ হয়ে থাকে।


যদি দ্বিতীয় পতি পঞ্চম ভাবে আর পঞ্চম পতি দ্বিতীয় ভাবে, বা দ্বিতীয় পতি একাদশ ভাবে আর একাদশ পতি দ্বিতীয় ভাবে, বা দ্বিতীয় পতি অষ্টম ভাবে আর অষ্টম পতি দ্বিতীয় ভাবে থাকে, তা হলে আশা করা হয়নি এমন অর্থ বা সম্পদ লাভ হয়।
যদি দ্বিতীয় পতি, পঞ্চম পতি, অষ্টম পতি এবং একাদশ পতি স্বস্থানে থাকে, তা হলে অপরিশ্রমজনিত অর্থ বা সম্পদ লাভ হয়ে থাকে।


পঞ্চম পতি ও একাদশ পতি যদি পঞ্চম ভাবে রাহু বা কেতুর সঙ্গে অবস্থান করে, তা হলে প্রচুর অর্থ লটারি বা ওই জাতীয় উপায়ে লাভ হয়।
একাকী বৃহস্পতি যদি পঞ্চম বা অষ্টম ভাবে স্বক্ষেত্রে বা উচ্চস্থ অবস্থায় অবস্থান করে, তা হলে ভাবা যায়নি এমন জায়গা থেকে অর্থ লাভ হয়ে থাকে।
দ্বিতীয় ও একাদশ পতি যদি পঞ্চম ভাবে অন্য কোনও শুভ গ্রহের দৃষ্টি পেয়ে অবস্থান করে, তা হলে লটারি বা শেয়ার বাজার থেকে প্রচুর অর্থ রোজগার হয়।
জুয়া, জ্যাকপট বা মৃত ব্যক্তির অর্থ ধন সম্পদ পাওয়া যায় যদি পঞ্চম এবং অষ্টম পতি পরস্পর ঘর পরিবর্তন করে অবস্থান করে এবং লগ্নপতি উক্ত দুই গ্রহ থেকে দৃষ্টি প্রাপ্ত হয়।


যদি সকল গ্রহ লগ্ন, দ্বিতীয়, তৃতীয়, সপ্তম, অষ্টম, দশম বা একাদশ ভাবে থাকে, আর কোনও ঘরে দু’টির বেশি গ্রহ না থাকে, তা হলে আশা করতে পারেন পরিশ্রম না করে বা না খেটেও আপনি প্রচুর অর্থ লাভ করবেন।
চন্দ্র থেকে যে কোনও উপচয় হাউসে বলবান ও শুভ ভাবে রবি অবস্থান করে, তা হলে আয় না করেও নানা দিক থেকে নানা ভাবে প্রচুর অর্থ আপনার কাছে আসবে।
পঞ্চম পতি পঞ্চম ঘরে রাহুর সঙ্গে অবস্থান করলে ফাটকা, জুয়ায় অনর্গল অর্থ আপনি আজীবনই পেয়ে থাকবেন।
পরিশ্রম করে অর্থ উপার্জনের কোনো বিকল্প নেই তবু যদি ফাটকা অর্থ উপার্জন আপনার লক্ষ্য হয়ে থাকে বিনিয়োগ করার আগে জ্যোতিষ পরামর্শ অবশ্যই নিন|নবম ভাবে, একাদশ ভাবের সঠিক বিচার এবং রাহু কেতু ও শনিগ্রহের উপযুক্ত প্রতিকার হলে লটারীতে অর্থ লাভ সম্ভব|প্রয়োজনে উল্লেখিত নাম্বারে যোগাযোগ করতে পারেন|ভালো থাকুন|নমস্কার|

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here