জ্যোতিষ শাস্ত্র ও প্রতিকার – সরস্বতী যন্ত্র

364

সঠিক প্রতিকারের মাধ্যমে জীবনের সমস্যা সমাধান ই জ্যোতিষ শাস্ত্রের আসল লক্ষ|আগের পর্ব গুলিতে নানা রত্ন, উপরত্ন, রুদ্রাক্ষ এমনকি তন্ত্র নিয়েও লিখেছি, যন্ত্র ও আছে সেই তালিকায় আজ সরস্বতী পুজোর ঠিক আগে লিখবো সরস্বতী
যন্ত্র নিয়ে|

সরস্বতী যন্ত্রের আরাধনা উপাসককে জ্ঞান ও প্রজ্ঞার শক্তি যোগাতে সাহায্য করবে। এই যন্ত্রের পবিত্র জ্যামিতিতে দেবী সরস্বতীর ঐশ্বরিক শক্তি রয়েছে বলে বিশ্বাস ।আপনি এটি শিশুদের ঘরে বা বেদীতে রাখতে পারেন। এই যন্ত্রের প্রতিদিনের পূজা ইতিবাচক চিন্তাভাবনা এবং জীবনের দৃষ্টিভঙ্গিতে সাহায্য করবে। আপনি যদি কোনও শিক্ষাক্ষেত্রে কৃতিত্ব অর্জন করতে চান তবে এই যন্ত্রটির পূজা করা উপকারী প্রমাণিত হবে।

অভিমন্ত্রিত সরস্বতী যন্ত্রের জ্যামিতিক পরিসংখ্যান  সরস্বতীর ইতিবাচক শক্তির সাহায্যে শক্তিশালী করে।আপনি ধ্যানের উদ্দেশ্যেও এই শক্তিযুক্ত যন্ত্রটি ব্যবহার করতে পারেন। ধ্যান করার সময়, সরস্বতী যন্ত্র মন্ত্র জপ করুন সেক্ষেত্রে এটা মানসিক শক্তি এবং স্থিতিশীলতা অর্জনেও সাহায্য করবে।

গৃহে সরস্বতী যন্ত্র স্থাপিত থাকলে শিক্ষার্থী বা শিল্পী দের শিক্ষা লাভ ও কর্মক্ষেত্রের যাবতীয় বাঁধা দূর হয়|জ্ঞান, সৃজনশীলতা এবং শৈল্পিক অভিব্যক্তি প্রদানে সহায়তা করে একাগ্রতা, আধ্যাত্মিক জ্ঞান বাড়ায় -যারা প্রযুক্তিগত বা বৈজ্ঞানিক ক্ষেত্রে সফল হতে চায় তাদের জন্য বিশেষ উপকারী এই যন্ত্র|

সরস্বতী যন্ত্র লকেট আকারে কণ্ঠে ধারনকরা যায়, আংটি হিসেব আঙুলেও ধারন এবং যন্ত্র আকারে গৃহে স্থাপন করা যায়|আগামী সরস্বতী পুজোর বিশেষ তিথিতে মা মুক্তেশ্বরী মন্দিরে সরস্বতী যন্ত্র বিশেষ হোম ও যজ্ঞের দ্বারা শোধন করা হবে|আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন|ফোন করতে হবে উল্লেখিত নাম্বারে|ভালো থাকুন|নমস্কার|

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here