মৌনী অমাবস্যা ও জ্যোতিষ শাস্ত্র

256

আগামী 31 জানুয়ারি 2022 মৌনী অমাবস্যা,যদিও জ্যোতিষ প্রতিকার সারা বছরই গ্রহন করা যায় তবে শাস্ত্র মতে এই বিশেষ অমাবস্যা তিথিতে প্রতিকার গ্রহন করলে তার ফল আসে অনেক দ্রুত ও প্রভাব পড়ে অনেক বেশি|
আসন্ন মৌনী অমাবস্যা ও রটন্তী কালী পুজোয় আপনাদের মা মুক্তেশ্বরী মন্দিরে বিশেষ পুজো, হোম যজ্ঞ ও গ্রহ শান্তির শাস্ত্রীয় উপাচার অনুষ্ঠিত হবে|

মৌনী শব্দ টির উৎপত্তি মৌন থেকে, অর্থাৎ নিঃশব্দে বা মৌন ব্রত পালন করে আজ ঈশ্বরের আরাধনা করার দিন|মাঘ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যাই মৌনী অমাবস্যা|আবার অন্য একটি ব্যাখ্যা অনুসারে এই তিথিতেই জন্মে ছিলেন মহান ঋষি মনু বলা হয় ঋষি  মনুর নাম থেকেই মৌনী অমাবস্যা নামকরন|

তিথি অনুসারে এই অমাবস্যা তিথি জ্যোতিষ ও তন্ত্র জগতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তিথি এই তিথিতে চন্দ্র ও সূর্য এক সাথে মকর রাশিতে অবস্থান করবে|

আধ্যাত্মিক ভাবে, পূর্ব জন্মের পাপ খণ্ডন ও যাবতীয় সাংসারিক দুক্ষ কষ্ট থেকে মুক্তি পেতে ও জন্ম মৃত্যুর শৃঙ্খল থেকে উন্মুক্ত হয়ে মোক্ষ লাভের আশায় বহু মানুষ এই দিনে পবিত্র নদী সঙ্গমে স্নানে করেন|

আমার সব অনুরাগী ও শুভাকাঙ্খীদের জানাই রটন্তী কালী পুজোর শুভেচ্ছা, ও বিশেষ পুজো এবং হোম যজ্ঞে যোগদানের আমন্ত্রণ রইলো আপনাদের সবাইকে,বাড়ি থেকেই আপনারা দেখতে ও যোগ দিতে পারবেন এই পুজোয় শুধু যোগাযোগ করতে হবে  উল্লেখিত নাম্বারে সঠিক সময়ে||ভালো থাকুন|নমস্কার|

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here