প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন

195

জ্যোতিষী শ্রী অনিকেত

দেশের ইতিহাস অনুসারে, ১৯২৯-এর বর্ষশেষে দেশের প্রথম সম্ভাব্য প্রধানমন্ত্রী  জওহরলাল নেহরুর নেতৃত্বে ‘পূর্ণ স্বরাজ’ আনার শপথ ঘোষণা করা হয় এবং তার সাথেই ১৯৩০ সাল থেকে ২৬ জানুয়ারিকেই ভারতের স্বাধীনতা দিবস ঘোষণা করা হয়েছিল।

তবে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের শিকল ভেঙে ভারত যেদিন বাস্তবেই স্বাধীনতার মুখ দেখল  সেইদিন ঘটনাচক্রে ছিল ১৫ অগাস্ট।আমরা ভারতীয়রা 15 ই আগস্ট দেশের স্বাধীনতা পালন করি এবং 26 এ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস|একটি স্বাধীন  গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে এই দুটি বিশেষ দিনই অত্যন্ত তাৎপর্যপূর্ণ|

পরবর্তীতে 1950  সালের 26 এ জানুয়ারি আনুষ্ঠানিক ভাবে কার্যকর হয় স্বাধীন ভারতের লিখিত সংবিধান|যার ফলে পালটে গিয়েছিল ২৬ জানুয়ারির গুরুত্বও|সহজ করে বললে 15 ই আগস্ট দেশের জন্মদিন এবং 26 এ জানুয়ারি দেশের সর্বভৌত্বর প্রতীক সংবিধানের জন্মদিন|

আজ ভারতের সংবিধান কে শ্রদ্ধা জানানোর দিন, আজ গণতান্ত্রিক অধিকারকে উদযাপন করার দিন, আপনাদের সবাকে আমার তরফ থেকে প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন|জয় হিন্দ| বন্দে মাতারাম|