নেতাজীর আধ্যাত্মিক চেতনা

269

জ্যোতিষী শ্রী অনিকেত

দেশপ্রেমিক নেতাজী, স্বাধীনতার যোদ্ধা নেতাজী বা তুখোড় রাজনীতিবিদ নেতাজীকে নিয়ে আজ আর নতুন করে বলার কিছু নেই তবে তার চরিত্রের আরো একটি দিক আমাকে বিশেষ ভাবে আকর্ষণ করে তা হলো তার আধ্যাত্মিক চেতনা ঈশ্বর বিশ্বাসী মন|

নিজের সাথে সর্বদা ভাগবত গীতা রাখতেন নেতাজি সুভাষচন্দ্র বসু! নিজেকে উদ্বুদ্ধ করতে ও জীবনের সর্বস্ব বাজি রেখে লড়াই করতে তাকে অনুপ্রেরণা যোগাতো ভাগবত গীতা
নেতাজী বিশ্বাস করতেন কূটনীতি, রাজনীতি, ধৰ্মনীতি, যুদ্ধনীতি ইত্যাদি বিষরয়ে সবথেকে উপযুক্ত জ্ঞান গীতা থেকেই পাওয়া যায়। যে কোনো কঠিন পরিস্থিতিতে সমাজ জীবনের কল্যাণের জন্য গীতা জ্ঞান অতি গুরুত্বপূর্ণ।

শুধু  গীতা নয়  নেতাজি সুভাষচন্দ্র বসু ছোটো থেকেই স্বামী বিবেকানন্দর আদর্শে অনুপ্রাণিত বলে জানা যায়। এছাড়াও নেতাজি মা কালীর বড় ভক্ত বলেও দাবি করা হয়। বাংলার একাধিক বিখ্যাত সার্বজনীন দুর্গোৎসব পরিচালনা করার পাশাপাশি নেতাজী তার পৈতৃক বাড়ির দূর্গা পুজো তেও অংশ নিতেন সুযোগ পেলেই|

ভারতবর্ষ নেতাজীর কাছে শুধু ভুখন্ড ছিলোনা, ছিলো দেশ মাতৃকা যে দেশ মাতৃকার পরাধীনতা ঘোচাতে তিনি নিজের জীবন বাজি রেখে ছিলেন|
আজ তেইশে জানুয়ারি, নেতাজীর জন্মদিন|জন্মদিনে নেতাজীকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম|জয় হিন্দ|
    

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here