জ্যোতিষ শাস্ত্র ও প্রতিকার – দক্ষিনাবর্ত শঙ্খ

312

জ্যোতিষ শাস্ত্রে নানা রকম প্রতিকার ব্যবহার হয়, এই প্রতিকার যেমন রত্ন বা রুদ্রাক্ষ হতে পারে আবার তন্ত্র, মন্ত্র এবং যন্ত্র ও হতে পারে|রুদ্রাক্ষ এবং রত্ন নিয়ে আগের পর্বগুলিতে আলোচনা করেছি আবার যন্ত্র নিয়েও লিখেছি, ভবিষ্যত এ আরো লিখবো তবে আজ আলোচনা করবো একটি বিশেষ প্রতিকার নিয়ে তা হলো দক্ষিনাবর্ত শঙ্খ|

শাস্ত্রে বলা হয় দক্ষিণাবর্ত শঙ্খ যুগ্ম ভাবে লক্ষ্মী–নারায়ণের বিশেষ কৃপাধন্য এবং এই শঙ্খ হল বিজয়ের প্রতীক, ধনের প্রতীক, অভিষ্ট লাভের এবং মঙ্গলের প্রতীক।

বাস্তু শাস্ত্রে এই শঙ্খর গুরুত্ব অপরিসীম,অনেক বাড়ি ভুল ভাবে তৈরী হওয়ায় ফলে বাস্তুদোষ থাকে। এই বাস্তুদোষ কাটাতে দক্ষিণাবর্ত শঙ্খ খুব উপকারী। দক্ষিনাবর্ত শঙ্খ গৃহে স্থাপন করে বাস্তু দোষ দূর করতে পারেন আবার এই শঙ্খের জল আঙুলে নিয়ে গৃহের প্রতিটি দেওয়ালে বা দরজার উপরে ছিটিয়ে দিলে, অত্যন্ত শুভ ফল পাওয়া যায়।

আর্থিক সমস্যা সমাধানে দক্ষিনাবর্ত শঙ্খ অত্যন্ত গুরুত্বপূর্ণ|যাদের বড় ব্যবসা রয়েছে এবং আর্থিক সমস্যা রয়েছে তাদের দক্ষিণাবর্ত শঙ্খ ব্যবসাক্ষেত্রে স্থাপন করা উচিত। 

মহাভারতে উল্লেখ আছে কুরুক্ষেত্রে যুদ্ধের প্রারম্ভে পঞ্চ পাণ্ডবগণ এবং শ্রীকৃষ্ণ শঙ্খ বাজিয়েছিলেন।তারা বিজয় লাভ করেছিলেন আপনিও যদি নিদ্দিষ্ট প্রথা মেনে শাস্ত্র মতে দক্ষিনাবর্ত শঙ্খ গৃহে বা ব্যবসা স্থানে স্থাপন করেন ভালো ফল পাবেন|
আরো বিশদে জানতে ও জ্যোতিষ সংক্রান্ত যেকোনো সমস্যা নিয়ে কথা বলতে যোগাযোগ করুন উল্লেখিত নাম্বারে|ভালো থাকুন|নমস্কার|

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here