উপরত্ন – ষ্টার রুবি

265

জ্যোতিষ শাস্ত্রে রত্ন ব্যাবহার হয় কালার থেরাপি হিসেবে বা গ্রহগত তত্ত্বর ভারসাম্য রক্ষা করে শক্তিশালী গ্রহ কে আরো শক্তিশালী করতে অথবা গ্রহ গত কেউ প্রভাবকে দূর করতে|এক্ষেত্রে প্রধান রত্নর পাশাপাশি উপরত্নর যথেষ্ট গুরুত্ব রয়েছে |এমনই গুরুত্বপূর্ণ কিছু উপরত্নর সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য এই ধারাবাহিক লেখনীর সূত্রপাত|আজ লিখবো ষ্টার রুবি নিয়ে|

স্টার রুবি ধারণ করতে বলা হয় তখন, যখন জন্মছকের রবি ঠিকমতো ফল দিতে পারে না।রুবি অত্যন্ত দামি এবং দুর্লভ,সাধারণত যাদের চুনি কেনার মতো সে রকম সামর্থ্য নেই, তাদের চুনির বদলে স্টার রুবি ধারণ করতে বলা হয়ে থাকে।

ষ্টার রুবি নামক উপরত্নটি বেশ কার্যকর। এর বর্ণ সঠিক ভাবে বলা বা প্রকাশ করা বেশ কঠিন তবে লালচে বা গোলাপি বর্ণের হয় আবার কখনো কিছুটা খয়েরি রঙের বা লালচে আভাযুক্ত বা কালচে লাল বা চকলেট কালারের মতো হয়|তারা চিন্হ খাচিত থাকে তাই নাম ষ্টার রুবি|

জ্যোতিষীর পরামর্শ নিয়ে জাতক জাতিকারা যদি উপযুক্ত পরিমানের ষ্টার রুবি পরতে পারেন, তাতে রবির প্রতিকারে ভালই কাজ দেয়।চুনীর মতো রবিবার অনামিকায় এই উপরত্ন ধারন করতে হয়|শোধন করার নিয়মও চুনির মতোই|জ্যোতিষ পরামর্শ মেনে খাঁটি রত্ন ধারন ফল দেবেই |আরো বিশদে জানতে বা অনলাইন পরামর্শ নিতে যোগাযোগ করুন উল্লেখিত নাম্বারে|ভালো থাকুন|নমস্কার|

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here