শ্রী অনিকেত
আজ গোটা দেশ তথা বাংলা জুড়ে
মহা সমারোহে পালিত হবে সরস্বতী পূজা।
পুরান মতে দেবী সরস্বতীর জন্ম হয়েছে ধ্যান মগ্ন ব্রহ্মার মুখ থেকে, এবং স্বয়ং ব্রহ্মাই তাকে শিক্ষা ও সৃজনশীল কাজের দেবী রূপে দায়িত্ব দেন, তিনি সরস্বতী অর্থাৎ তিনি সর্বদা ও সর্বত্র আছেন ঠিক যেমন জ্ঞান, তার বাহন রাজ হংস ও জ্ঞানের মতোই সব স্থানে অর্থাৎ জলে স্থলে এবং আকাশে স্বমহিমায় বিরাজমান।
আজকের এই তিথিতেই ব্যাসদেব তার বদ্রিকা আশ্রমে দেবীকে তপস্যা করে তুষ্ট করে তার দর্শন পেয়ে ছিলেন ও পূজা করে ছিলেন|
দেবী সরস্বতী আমাদের সনাতন ধর্মের বৈদিক দেবীদের অন্যতম, তিনি জ্ঞান ও বিদ্যার দেবী তাই যারা শিক্ষা ও সৃজনশীল কাজের সাথে যুক্ত তারা ওধিক উৎসাহ ও ভক্তি সহকারে সরস্বতী বন্দনায় নিয়োজিত থাকেন আজকের দিনে|
আবার একাধিক পুরান এবং মহাভারতেও দেবীর নাম পাওয়া যায়। কোথাও তিনি বাগদেবী কোথাও তিনি নদী রূপে আছেন।
আজ দেবীর কাছে প্রার্থনা জানানোর দিন
তাঁর আশীর্বাদ পাওয়ার দিন।
সবাইকে জানাই সরস্বতী পুজোর
শুভেচ্ছা।ভালো থাকুন।





