মৌনী অমাবস্যা

6

শ্রী অনিকেত

আগামী কাল মৌনী অমাবস্যা।
শব্দার্থ অনুসারে – মৌনী শব্দ টির উৎপত্তি মৌন থেকে, অর্থাৎ নিঃশব্দে বা মৌন ব্রত পালন করে আজ ঈশ্বরের আরাধনা করার দিন|

আধ্যাত্মিক ভাবে, পূর্ব জন্মের পাপ খণ্ডন ও যাবতীয় সাংসারিক দুক্ষ কষ্ট থেকে মুক্তি পেতে ও জন্ম মৃত্যুর শৃঙ্খল থেকে উন্মুক্ত হয়ে মোক্ষ লাভের আশায় বহু মানুষ এই দিনে পবিত্র নদী সঙ্গমে স্নানে করবেন কাল।

জ্যোতিষ ও তন্ত্র জগতে প্রতিটি অমাবস্যাই গুরুত্বপূর্ণ তবে মৌনী অমাবস্যা একটি বিশেষ স্থান অধিকার করে আছে|তিথি অনুসারে মৌনী অমাবস্যা তিথি জ্যোতিষ ও তন্ত্র জগতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন কারন এই তিথিতে চন্দ্র ও সূর্য এক সাথে মকর রাশিতে অবস্থান করবে|

যদিও জ্যোতিষ প্রতিকার সারা বছরই গ্রহন করা যায় তবে শাস্ত্র মতে এই বিশেষ অমাবস্যা তিথিতে প্রতিকার গ্রহন করলে সর্বাধিক ভালো ফল পাওয়া যায়।তাই যারা কোনো গ্রহ গত সমস্যা নিয়ে ভুগছেন তারা এই গুরুত্বপূর্ণ তিথির ঠিক আগে যোগাযোগ করুন।

আমার সব অনুরাগী ও শুভাকাঙ্খীদের জানাই মৌনী অমাবস্যা এবং রটন্তী কালী পুজোর অগ্রিম শুভেচ্ছা।সবাই ভালো থাকুন|সুস্থ থাকুন।