মকর সংক্রান্তির এবং পৌষ পার্বনের শুভেচ্ছা

5

শ্রী অনিকেত

নতুন ফসল ঘরে ওঠার আনন্দ উদযাপন করা হয় পৌষ পার্বন পালন আবার জ্যোতিষ শাস্ত্র অনুসারে আজকের এই মকর সংক্রান্তির দিন সূর্য মকর রাশিতে প্রবেশ করে এবং হিন্দু পঞ্জিকা অনুসারে পৌষ মাসের শেষ দিন।

পুরান মতে আজ কপিল মুনির আশ্রম সংলগ্ন সাগরে এসে মিশেছিলেন মা গঙ্গা এবং রাজা ভগীরথের পূর্ব পুরুষরা কপিল মুনির অভিশাপ থেকে মুক্তি পেয়েছিলো সেই পবিত্র গঙ্গা জলের স্পর্শে|

আজও সনাতনীরা  বিশ্বাস করেন এই তিথিতে গঙ্গা স্নান করলে মুক্তি মেলে সকল পাপ থেকে। পাওয়া যায় আধ্যাত্মিক শান্তি এবং মোক্ষ|

পৌষ পার্বন আবার আমাদের কাছে একটা সামাজিক মিলন উৎসব ও বটে আবার গ্রাম বাংলায় এই দিনে পীঠে পুলি খাওয়ার রেয়াজ বহু দিনের|গঙ্গাসাগর মেলায় লক্ষ্য লক্ষ্য মানুষ আসেন এই বিশেষ তিথিতে গঙ্গায় ডুব দিয়ে পাপ খণ্ডন করতে বা মোক্ষ লাভ করতে|মানুষের সাথে মানুষের মিলন, এই তো যেকোনো উৎসবের শেষ কথা|

সম্ভব হলে আজ গঙ্গা স্নান করুন। শাস্ত্র মেনে সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করুন। সূর্য প্রনাম করুন এবং সূর্য মন্ত্র জপ করুন।

সবাইকে জানাই মকর সংক্রান্তি ও পৌষ পার্বনের শুভেচ্ছা এবং অভিনন্দন।