শ্রী অনিকেত
আজ মায়ের জন্ম তিথি। আমরা, মঠ বা মিশনের ভক্তরা মা বলতে মা সারদাকেই বুঝি।তিনি একাধারে সংঘ জননী আবার আমাদের পরম আরাধ্যা জগৎ জননী।
স্বামীজী বলতেন ঠাকুর তাঁর অলৌকিক সত্তা গোপন রাখতে পারলেও মায়ের দিব্য উপস্থিতি মাঝে মাঝেই প্রকাশিত হয়ে পড়তো।
মা সারদা ছিলেন যথার্থ অর্থে ঠাকুরের লীলা সঙ্গিনী ‘যত মত তত পথ’-এর প্রবক্তা ঠাকুরকে সাধনভজনের চূড়ান্ত স্তরে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে মা সারদা ছিলেন সদা নিবেদিতপ্রাণ।
মা সারদা বলতেন ” আমি সৎ এর মা অসৎ এর ও মা ” আবার ঠাকুর রামকৃষ্ণ প্রসঙ্গে এও বলতেন সংসারের মধ্যে তাঁকে রামকৃষ্ণদেবকে আবদ্ধ করে রাখতে তিনি আসেননি|
কেউ উপদেশ চাইলে তিনি বলতেন, ‘আমি আর কী উপদেশ দেব। ঠাকুরের কথা সব বইয়ে বেরিয়ে গিয়েছে। তাঁর একটা কথা ধারণা করে যদি চলতে পার, তো সব হয়ে যাবে।’ এমনই ছিলো ঠাকুরের প্রতি তার অগাধ বিশ্বাস ও নিষ্ঠা।
আজ স্বাভাবিক ভাবেই বিশেষ সাজে সেজে ওঠে বেলুড় মঠ থেকে জয়রাম বাটি|অসংখ্য ভক্ত সমাগম হয় মঠের প্রতিটি শাখায়। আজ আমাদের বিশেষ প্রার্থনার দিন। আজ আমাদের মায়ের চরণে নিজেকে আরো একবার নিজেকে অর্পণ করার দিন।
আজ এই পুন্য তিথিতে শুভেচ্ছা জানাই প্রত্যেক ভক্তকে, প্রণাম জানাই সংঘ জননী মা সারদা চরণে। জয় ঠাকুর। জয় স্বামীজী। জয় মা।





