শুভ কার্তিক পুজো

22

শ্রী অনিকেত

আজ কার্তিক পুজো।কার্তিক সম্পর্কে প্রচলিত ধারণা হল তিনি শিব-পার্বতীর দ্বিতীয় পুত্র, রণনিপুণ, ময়ূরবাহন এবং স্বর্গরাজ্য বা দেবতাদের সেনাবাহিনীর প্রধান।

একসময় দেবতা হিসেবে উত্তর ভারতে গুরুত্ব পেতেন! কিন্তু পরবর্তীকালে বিভিন্ন কারণে দক্ষিণ ও পূর্ব ভারতের কিছু অংশ বাদ দিয়ে ভারতের অন্যান্য অংশ থেকে কার্তিকের প্রভাব কমে যায়!
যদিও বাংলায় কার্তিক পুজোর অন্যরকম একটি
ঐতিহ্য আছে।


তারকাসুর নামে এক অসুরের অত্যাচারে অতিষ্ট দেবতারা ব্রহ্মার কাছে দরবার করলে ব্রহ্মা তাঁদের জানান যে শিব ও পার্বতীর মিলনে যে পুত্র জন্মাবে সে তারকাসুরকে বধ করতে সক্ষম। সেই উদ্দেশ্য সম্পন্ন হয় মহাদেবের কৃপায় কার্তিকের জন্মের মাধ্যমে।দক্ষিণ ভারতে তিনিই মুরগান রূপে

পূজিত হন।

একদা বাংলায় কার্তিকপুজো খুবই জনপ্রিয় ছিল বলে জানা যায়।আজও উত্তরবঙ্গের অনেক জায়গায়, এবং দক্ষিণবঙ্গের বাঁশবেড়িয়া চুঁচুড়া, পূর্বস্থলী, কাটোয়া অঞ্চলে কার্তিক
পুজো মহাসমারোহে পালিত হয়|

আপনাদের সবাইকে জানাই কার্তিক পুজোর অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।