তন্ত্র কথা – অমাবস্যা

410

আগামী 2 জানুয়ারি আপনাদের মা মুক্তেশ্বরী মন্দিরে অনুষ্ঠিত হবে বকুল অমাবস্যা উপলক্ষে বিশেষ হোম যজ্ঞ ও পূজা পাঠ|প্রতিটি অমাবস্যার ন্যায় তন্ত্র শাস্ত্রে এই পৌষ অমাবস্যা বা বকুল অমাবস্যার ও নিজস্ব তাৎপর্য রয়েছে|

জ্যোতিষ শাস্ত্র মতে আপনি যদি আপনার রাশিফলে স্পষ্টরূপে পিত্রুদোশের সমস্যায় ভুগে থাকেন তবে আপনি দুঃস্থদের জন্য বস্ত্র দান করার জন্য পৌষ অমাবস্যা দিনটি বেছে নিতে পারেন। এই দিনটিতে দুঃস্থদের জন্য পাদুকা এবং জামাকাপড়, শীতবস্ত্র দান করলে গ্রহরে মারাত্মক কুপ্রভাবক প্রতিকার করতে পারবেন|

আবার বকুল অমাবস্যার এই বিশেষ তিথিতে বিশেষ পূজা, বিশেষ মন্ত্র উচ্চারণ ও হোম কুন্ডে আহুতির মাধ্যমে  রোগমুক্তি এবং যাবতীয় স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা থেকে পুনরুদ্ধারে সহায়তা করে। অকাল মৃত্যু রোধ রোধ করতেও এই তিথিতে পুজোর বিধান দেন পুরোহিতেরা। এই সময়ে করা পুজো পরিবারে স্থিতিশীলতা এবং সমৃদ্ধি-সহ ব্যবসার উন্নতি ও সকল বাঁধা বিপত্তি দূর করতে কার্যকরী ভূমিকা পালন করে|

অমাবস্যার সাথে তন্ত্র জগতের সম্পর্ক ওতি গভীর ও প্রাচীন, শাস্ত্র মতে গ্রহ দোষ খণ্ডন হোক বা বিশেষ কোনো কার্য সিদ্ধি আমরা অমাবস্যা তিথিটিকে বেছে নিই, আর কিছু কিছু অমাবস্যা একটু বেশি গুরুত্বপূর্ণ পূর্ণ, যেমন এই পৌষ বা বকুল অমাবস্যা, পৌষ আমাবস্যায় অনেকেই বাড়িতে বিশেষ পুজোর আয়োজন করে থাকেন। এই পূণ্য মাসে এই পুজো বিশেষ ফল অর্জনে সাহায্য করে বিশেষ করে লক্ষী লাভ ও বাঁধা বিঘ্ন দূর করতে এই তিথি অন্যতম গুরুত্বপূর্ণ|

আর সব শেষে বলবো পূজা ও হোম যজ্ঞর পাশাপাশি এই তিথিতে মামুক্তেশ্বরী মন্দিরে বিশেষ তন্ত্র ক্রিয়ার মাধ্যমে গ্রহ দোষের প্রতিকার ও নানাবিধ সমস্যার সমাধান করা হবে আপনারা বাড়িতে বসেই এই পুজোয় সরাসরি অংশগ্রহণ করতে পারবেন|যুক্ত হন মা মুক্তেশ্বরী মন্দিরের সাথে |ভালো থাকুন|ধন্যবাদ|

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here