পন্ডিতজি ভৃগুশ্রী জাতক
চলছে জগদ্ধাত্রী পুজো, আজ আসুন জেনে নিই এই দেবীর মহাত্ম ও তার পুজো করলে কি ফল পেতে পারেন তার বিস্তারিত বর্ণনা|কার্তিক মাসের শুক্লপক্ষের পূর্ণিমায় তাঁকে পূজা করা হয় মাত্র।
শাস্ত্র মতে জগদ্ধাত্রী দেবীর চার হাত, চার হাতে আছে শঙ্খ, চক্র, তির-ধনুক। দেবী বধ করছেন হস্তীরূপী করিন্দ্রাসুরকে, যা আসলে আমাদের ভিতরে বসবাসকারী অহংয়ের মূর্ত রূপমাত্র।
এই দেবী আসলে কোনও বিশেষ দেবী নন, ইনি পরম ব্রহ্মের জাগতিক রূপমাত্র! ব্রহ্মার ইচ্ছায় জগতের সকল অহংকার নাশ করতে পরম ব্রহ্ম যে দেবীর রূপ নেন, তিনিই জগদ্ধাত্রী।
শাস্ত্র মতে দেবী জগদ্ধাত্রীর পুজো করলে অহংকার চলে যায়, আধ্যাত্মিক শাম্তি লাভ করা যায় এবং শত্রুতাকে পরাস্ত করে সুখ ও ঐশ্বর্য লাভ করা যায়।
বাংলায় নদীয়ারাজ কৃষ্ণচন্দ্রের পৃষ্ঠেপোষকতায় প্রথম জগদ্ধাত্রী পুজো হয় বলে মনে করা হয়। ক্রমে এই পুজো সারা বাংলায় ছড়িয়ে যায় এবং বর্তমানে হুগলীর চন্দননগরের জগদ্ধাত্রী পুজো এবং সেই উপলক্ষে আলোর কাজ জগৎ বিখ্যাত।
সবাইকে জানাই জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা
এবং অনেক অনেক অভিনন্দন।





