জ্যোতিষ শাস্ত্রে সব থেকে রহস্যময় গ্রহ হলো রাহু|পাপ গ্রহ হিসেবে চিহ্নিত হলেও রাহু যে সব সময় খারাপ ফল দেয় তা নয় |রাহু মানুষের জীবনে অনেক শুভ পরিবর্তন আনতে পারে|যারা গুপ্ত বিদ্যার সাথে যুক্ত, শেয়ার মার্কেট বা লটারি ব্যবসার সাথে জড়িত তাদের তো গোটা জীবন বদলে দিতে পারে রাহু |রাহু ভালো ফল দেবে না খারাপ ফল দেবে তা নির্ভর করে রাহুর অবস্থান ও নক্ষত্রর উপর|তবে একটি রত্ন আছে যা রাহুর সব ভালো টুকু আপনার অনুকূলে এনে আপনার ভাগ্য বদলাতে পারে |
জ্যোতিষশাস্ত্র অনুসারে রাহু গ্রহের রত্ন হল গোমেদ। জ্যোতিষশাস্ত্রে রাহুর প্রচুর গুরুত্ব রয়েছে। রাহু যাদের নিয়ন্ত্রক, তাদের প্রকৃতির মধ্যে প্রচুর গোপনীয়তা থাকে। রাহুর কুদৃষ্টির ফলে কারোর মানসিক শান্তি নষ্ট হতে পারে।এক্ষেত্রে গোমেদ অব্যর্থ প্রতিকার |
রাহুর কু-দশা কাটাতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে গোমেদ। রাহুর দশা যাদের চলে, তাদের মনে দ্বিধা দূর করার জন্য গোমেদ ধারণ করার পরামর্শ দেওয়া হয়। গোমেদ হারানো আত্মবিশ্বাস ফিরিয়ে আনে। জীবনে পজিটিভ এনার্জি এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনে গোমেদ।
রাাহুর প্রভাবে মানুষের মনে নানা ধরনের দ্বিধা দেখা দিতে পারে। এমনকি রাহুর কুদৃষ্টির কারণে মানুষের মনে শয়তানি বুদ্ধির উদ্রেক হতে পারে। রাহুকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রয়েছে গোমেদ পাথরের।
শাস্ত্রে আছে গোমেদ শত্রুনাশ করে এবং মন থেকে ভয় দূর করতে সাহায্য করে। গোমেদ ধারণ করলে সেই ব্যক্তির ওপর কোনও কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক কাজ করতে পারে না বলেও মনে করা হয়।
করোর জন্মছকে রাহু দুর্বল রাহুর পজিটিভ এনার্জির প্রভাব ওই ব্যক্তির ওপর পড়বে না। সেক্ষেত্রে তাঁকে গোমেদ ধারণ করতে বলা হয়। রাহু দুর্বল থাকলে জীবনে বারবার ব্যর্থতা, শারীরিক অসুস্থতা এবং আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে। এই পরিস্থিতি থেকে ফিরিয়ে আনতে পারে গোমেদ।
তবে গোমেদ ধারণ করার আগে অবশ্যই কোনও জ্যোতিষবিদের পরামর্শ নিয়ে নেবেন। আপনার সত্যিই গোমেদ ধারণ করার প্রয়োজনীয়তা আছে কিনা, তা দেখে নিয়ে তবেই আঙুলের আংটি বা গলায় হারের লকেট করে গোমেদ পরতে পারেন। সঠিক গোমেদ সঠিক পরামর্শ নিয়ে উপযুক্ত দামে সংগ্রহ করতে কোনো সহযোগিতা লাগলে যোগাযোগ করুন উল্লেখিত নাম্বারে |ভালো থাকুন ধন্যবাদ |