জ্যোতিষী শ্রী অনিকেত
শুরু হয়ে গেলো নব রাত্রি।মহিষাশুরের সাথে নয় দিনের যুদ্ধের সময় দুর্গার নয়টি পর্যায় হিসাবে বিবেচনা করা। এই নয়টি পর্যায়ে নয়টি ভিন্ন রূপের উল্লেখ আছে।
বিশ্বাস করা হয় যে নবরাত্রির সময় মায়ের নয়টি রূপের পুজো করলে দেবী আদ্যা শক্তি মহামায়ার বিশেষ আশীর্বাদ পাওয়া যায়।
দেবী আদ্যা শক্তির এই নয়টি রূপ হলো। যথাক্রমে।
১. শৈলপুত্রী
২. ব্রহ্মচারিণী
৩. চন্দ্রঘণ্টা
৪. কুষ্মাণ্ডা
৫. স্কন্দমাতা
৬. কাত্যায়নী
৭. কালরাত্রি
৮. মহাগৌরী
৯. সিদ্ধিধাত্রী
বিভিন্ন শাস্ত্রে বছরে চার বার নবরাত্রি পালনের বিধি লেখা আছে। তবে দুটি নব রাত্রি বিশেষ গুরত্ব সহকারে উদযাপন করা হয় যথা চৈত্র ও শারদীয়া নবরাত্রি এই সময়ে যে নব রাত্রি পালিত হচ্ছে সারা দেশ জুড়ে তা শারদীয়া নব রাত্রি।
জ্যোতিষ শাস্ত্র,বিশেষ করে তন্ত্রে এই নব রাত্রির গুরুত্ব অপরিসীম।বাস্তু শাস্ত্রতেও নবরাত্রিকে গুরুত্বপূর্ণ সময় হিসেবে দেখা হয়।
গ্রহদোষ এবং বাস্তু দোষের প্রতিকারের জন্য এই সময় আদর্শ রূপে গণ্য হয়।
সবাই শাস্ত্র মতে নব রাত্রি পালন করুন
সবাইকে নব রাত্রির শুভেচ্ছা।
ভালো থাকুন। সুস্থ্য থাকুন। শুভ নব রাত্রি।