শুভ গণেশ চতুর্থী

57

শ্রী অনিকেত

আজকের এই গণেশ চতুর্থী তিথি মূলত সিদ্ধি দাতা গণেশের জন্ম তিথি|ভাদ্র মাসের শুক্লা পক্ষের এই চতুর্থী তিথিতে শিব পার্বতীর পুত্র রূপে আবির্ভূত সিদ্ধিতদা হয়েছিলেন গণেশ|

বাস্তু শাস্ত্র ও জ্যোতিষ শাস্ত্রে গনেশের গুরুত্ব অপরিসীম কারন সঠিক পদ্ধতিতে তার পুজো করলে বদলায় ভাগ্য|বাড়িতে গণেশ পূজা করলে সেখানে সুখ, শান্তি যেমন বজায় থাকে, তেমনই প্রবেশ করতে পারে না বিপদও। এছাড়াও যে কোনও পুজোর আগে প্রথমেই গণেশের পুজো করা প্রচলিত আছে|

যাদের গৃহে গণেশ স্থাপিত আছেন তারা আজ ষোড়শ পচারে গণেশ আরাধনা করুন। গণেশের প্রিয় মোদক নিবেদন করুন এবং ” ওঁম গাং গণপতয়ে ” মন্ত্র একশো আট বার পাঠ করুন। এতে দ্রুত গণেশের কৃপা লাভ করবেন।যাদের ব্যবসা আছে আজকের ব্যবসা স্থানে  গণেশ যন্ত্র স্থাপন করলে ব্যাবসায় শ্রী বৃদ্ধি হবে।

গণেশ চতুর্থীতে অনেকেই গণেশ চালিশা পাঠ করেন বা পাঠ শোনেন এতে গণেশের কৃপা লাভ করা যায় বলে বিশ্বাস।যারা গণেশ রুদ্রাক্ষ ধারণ করতে চান তাদের জন্যও এটা শুভ তিথি।

বর্তমান সময়ে বাংলায় গণেশ পুজো ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। কালী পুজো দূর্গাপুজোর ন্যায় না হলেও বহু স্থানে বড়ো করে গণেশ পুজোর আয়োজন হচ্ছে। নিঃসন্দেহে আনন্দের কথা

আপনাদের সবাইকে জানাই গণেশ চতুর্থীর শুভেচ্ছা ও অভিনন্দন|জয় গণেশ দেবা।