প্রয়াণ দিবসে কবি প্রনাম

45

শ্রী অনিকেত

বাঙালির আর কিছু না থাক একজন রবীন্দ্রনাথ ছিলেন। আজকের দিনেই তাকে আমরা হারিয়ে ছিলাম।আজ সেই অভিশপ্ত বাইশে শ্রাবণ।

বুদ্ধদেব বসু তার একটি উপন্যাসে বাইশে শ্রাবণে রবি-প্রয়াণের বিবরণ দিতে গিয়ে বলেছিল ‘আকস্মিকের মতো নতুন, অবিশ্বাস্যের মতো অসহ্য’।

মৃত্যু চেতনা তার লেখায় বার বার এসছে,
“আমার দিন ফুরালো ব্যাকুল বাদল সাঁঝে, গহন মেঘের নিবিড় ধারার মাঝে’। এই লেখা তার মৃত্যু ভাবনা কে প্রকাশ করে। আবার তিনি মৃত্যুকে বন্দনা করেছেন এভাবে- ‘মরণ রে, তুঁহু মম শ্যাম সমান। 

বর্ষাকাল ছিল তাঁর প্রিয় ঋতু।সেই রিতুতেই এক বর্ষণ মুখরিত রাতে স্তব্ধ হয়েছিল গুরুদেবের কলম।সৃষ্টি হয়েছিলো এমন এক শুন্যতা যা পূরণ হবার নয়।

আজ প্রয়াণ দিবসে কবি গুরুর চরণে আমার প্রণাম এবং শ্রদ্ধা রইলো।