বাস্তু শাস্ত্রে যন্ত্রর ব্যাবহার – কুবের যন্ত্র

306

বাস্তু শাস্ত্রে নানা রকম যন্ত্রের ব্যাবহারের কথা বলা আছে যা সঠিক পদ্ধতিতে ব্যাবহার করতে পারলে নিশ্চিত ভাবে সমস্যার সমাধান করবে|এমনই এক যন্ত্র কুবের যন্ত্র|নাম থেকেই স্পষ্ট যে এই যন্ত্র এনে দেয় কুবের দেবের আশীর্বাদ অর্থাৎ আর্থিক সমস্যায় ব্যবসার কল্যানে এই যন্ত্র কার্যকরী ভূমিকা পালন করে|কুবের যন্ত্রের মান ৭২। এই সংখ্যাটির কম্পনশক্তি এক অদ্ভুত ‘পজিটিভিটি’ তৈরি করে। ভাল করে এক বার দেখে নিয়ে চোখ বন্ধ করে নির্দিষ্ট যন্ত্রের কেন্দ্রে মনোসংযোগ করলে এই এনার্জি জাগরিত হয়ে ওঠে এবং ফল দিতে শুরু করে। কুবের যন্ত্রম ধাতব হওয়াই বাঞ্ছনীয়।

কুবের যন্ত্রকে আপনি প্রতিষ্ঠা করতে পারেন আপনার ঠাকুরের আসনে কিংবা ক্যাশবাক্সে, আলমারিতে, যেখানে টাকা রাখেন কিংবা অফিসে, যেখানে কোনও ঠাকুরের স্থান করেছেন অথবা অফিসের ক্যাশবাক্সে।

কুবের যন্ত্র প্রতিষ্ঠার কিছু শাস্ত্রীয় রীতি নীতি আছে এবং প্রতিষ্ঠার পরও কিছু করণীয় আছে|যন্ত্রটিকে পূর্ব কিংবা উত্তরমুখী করে কোনও পরিষ্কার জায়গায় রাখবেন।বাইরের কাউকে যন্ত্র স্পর্শ করতে দেবেন না। মাঝে মাঝে যন্ত্রটিকে গোলাপজল কিংবা দুধ দিয়ে মুছে নেবেন। তার পর পরিষ্কার জল দিয়ে ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নেবেন।যন্ত্র প্রতিষ্ঠার সময় অবশ্যই একটি মোমবাতি কিংবা ঘিয়ের প্রদীপ এবং ধূপ জ্বালিয়ে যন্ত্রের সামনে রাখবেন।

গৃহে কুবের যন্ত্র থাকলে নিয়মিত পূজোর সময় চন্দন বেটে যন্ত্রের চারটি কোণায় চারটি গোল ফোঁটা দিতে পারলে ভাল হয়।শুকনো ফল প্রসাদ হিসাবে যন্ত্রের সামনে সাজিয়ে রাখতে পারেন।এই নিয়ম গুলি সঠিক ভাবে মেনে কুবের যন্ত্র প্রতিষ্ঠা করলে সাফল্য আসতে বাধ্য|বিস্তারিত জানতে বা যেকোনো জ্যোতিষ ও বাস্তু পরামর্শর জন্যে যোগাযোগ করুন|ভালো থাকুন|নমস্কার|

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here