বিশ্ব পরিবেশ দিবস

52

শ্রী অনিকেত

আধুনিকতা এক দিকে যেমন আশীর্বাদ অন্য দিকে অভিশাপ। অভিশাপ কারন আধুনিকতা এসেছে পরিবেশকে ধ্বংস করে। যার মূল্য আজ আমাদের দিতে হচ্ছে তাপ প্রবাহ, মহামারী, প্রাকৃতিক দুর্যোগ এবং গ্লোবাল ওয়ার্মিং এর মধ্যে দিয়ে।

বিশ্বের উন্নত দেশ গুলি যখন বুঝতে পারে ক্রমশঃ ধ্বংস হচ্ছে পরিবেশ। বাড়ছে বিশ্ব উষ্ণয়ায়ন তখন
১৯৭২ সালে জাতিসঙ্ঘের তরফে সুইডেনের রাজধানী স্টকহোমে একটি বড় বৈঠক হয়।
ওই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয় বিশ্ব পরিবেশ দিবস পালনের। ৫ জুন তারিখটিকে এই দিবস উদযাপনের জন্য নির্ধারিত করা হয়।

পরিবেশ কে না বাঁচাতে পারলে সভ্যতা মূল্যহীন।
পরিবেশ আমাদের চার পাশের প্রতিটি জীব এবং উদ্ভিদ নিয়ে গড়ে ওঠে তাই সবার প্রতি যত্নশীল হতে হবে। তবেই পৃথিবী টিকে থাকবে। আমাদের অস্তিত্ব টিকে থাকবে 

আজ বিশ্ব পরিবেশ দিবস। আজ আসলে আমাদের শপথ নেয়ার দিন। আমাদের শপথ নিতেই হবে যে পরিবেশের ভারসাম্য যেকোনো মূল্যে রক্ষা করতে হবে। গাছ লাগানো ও প্লাস্টিক,ব্যবহার বন্ধ করা, যানবাহন কম চালানো এমন কয়েকটি সাধারণ কাজ যা আমরা সবাই পারি। পারতেই হবে নাহলে পরিবেশ ধ্বংস হবে এবং আমরা কেউ বাঁচতে পারবোনা।

আসুন বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষা করার শপথ নিই।সবাইকে বিশ্ব পরিবেশ দিবসের শুভেচ্ছা।