ইতু পুজোর শুভেচ্ছা ও অভিনন্দন

252

আজ ইতু পুজো, ইতু কোথাও লৌকিক দেবী কথাও আবার সূর্যের উপাসনা, কথায় বলে বাঙালির বারো মাসে তেরো পার্বন|বড়ো করে দুর্গাপূজা বা কালী পুজোর বাইরেও প্রায় সারা বছরই লেগে থাকে বিভিন্ন পুজো বা ব্রত যার আধ্যাত্বিক বা ধর্মীয় তাৎপর্য কিছু কম নয়|এমনই একটি পুজো ইতু পুজো যা শাস্ত্র মতে পালিত হয় বাংলার ঘরে ঘরে|

এই ইতুর ব্রত আবার সূর্যব্রত নামেও পালিত হয় কোথাও কোথাও, কেউ কেউ মনে করেন, এই ব্রত  ভারতের সকল নারী সমাজের একটি প্রধান ব্রত কারন  সূর্য উর্বরা শক্তির আধার, সূর্যের আশীর্বাদে নারী সন্তান লাভ করে থাকে এবং সূর্যের অভিশাপেই নারী বন্ধ্যাত্বপাপ্ত হয়। সুতরাং সূর্যকে প্রসন্ন করতে না পারলে নারী কদাচ সন্তানের জননী হতে পারে না। সেজন্য সূর্যকে প্রসন্ন করার চেষ্টা করা হয় এই ব্রতের মাধ্যমে|

ইতু আসলে মিত্র বা বন্ধুর প্রতি শব্দ|মূলত সূর্য দেবের আরাধনার উৎসব হলো ইতু পুজো আবার ইতুর ব্রতের মাধ্যমে প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং নতুন শস্য কে গৃহে স্বগত জানানো হয়|অঘ্রায়ন মাসের শেষে অর্থাৎ সংক্রান্তিতে হয় ইতু পুজো|

ইতু পুজো আবর্তিত হয় মূলত একটি ঘট কে কেন্দ্র করে যা এই দিন সুন্দর করে সাজানো হয় এবং সূর্য বা প্রকৃতির প্রান শক্তির প্রতীক রূপে তার পুজো করে বাড়ির গৃহিনী রা ইতুর ব্রত কথা পাঠ করেন
এবং প্রার্থনা জানান,তুমি  আমাদের সর্বপ্রকার দরিদ্রতা নষ্ট কর, আমাদের পাপ, রোগ ও দুঃস্বপ্ন দূর কর| যে জ্যোতির দ্বারা তুমি অন্ধকার নষ্ট কর এবং যে কিরণের দ্বারা সমস্ত বিশ্ব জগৎ প্রকাশ কর, তার দ্বারা আমাদের দুক্ষ দূর করে দাও|

আপনাদের সবাইকে ইতু পুজোর অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন|ভালো কাটুক আজকের দিন|সঙ্গে থাকুন, পড়তে থাকুন আর যেকোনো জোতিষ পরামর্শ ও প্রতিকারের জন্যে যোগাযোগ করতে পারেন উল্লেখিত নাম্বারে ফোন করে|ভালো থাকুন|ধন্যবাদ|