জ্যোতিষী শ্রী অনিকেত
বলা হয় ঈশ্বর তো আমাদের পাশে হাজির থাকতে পারেন না তাই তিনি মা সৃষ্টি করেছেন। অর্থাৎ মা ঈশ্বরের একটি রূপ আর সেই মায়েদের শ্রদ্ধা জানাতে তাদের অবদান কে স্বীকৃতি দিতে আজ অর্থাৎ মে মাসের দ্বিতীয় রবিবার পালিত হয় আন্তর্জাতিক মাতৃ দিবস।
সেই ১৯০৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম মাতৃ দিবস পালিত হয়। বর্তমানে এই দিন আন্তর্জাতিক মাতৃ দিবস রূপে সারা বিশ্বে তথা ভারতেও পালিত হয় এই মাতৃ দিবস।
ভারতে মাতৃ শক্তিকে যুগ যুগ ধরে পুজো করা হচ্ছে
আমরা মনে করি নারী বা নারীর মাতৃ রূপ আদ্যা শক্তি সম। আমাদের দেশ আমাদের কাছে মা আমাদের প্রকৃতিও আমাদের কাছে মা।আমরা দেশকেও ভারত মাতা বলি।মাতৃ জ্ঞানে
পুজো করি।
বর্তমান এই যুদ্ধ কালীন পরিস্থিতিতে আমরা সবাই দেশমাতার কল্যাণ প্রার্থনা করছি। ভারত মাতার বীর সন্তানেরা লড়াই করছে দেশের জন্য।তাদের সবার ত্যাগ যেনো ভারত মাতাকে রক্ষা করতে পারে।আজ এই প্রার্থনা করি।
আজ জগতের প্রতিটি মাকে জানাই আমার প্রণাম এবং শ্রদ্ধা|মাতৃ দিবসের অনেক শুভেচ্ছা। ভারত মাতার জয়।