শুভ অক্ষয় তৃতীয়া

27

শ্রী অনিকেত

অক্ষয় তৃতীয়া হল চান্দ্র বৈশাখ মাসের শুক্ল পক্ষের তৃতীয়া তিথি। এই অক্ষয় তৃতীয়া এমন এক পবিত্র তিথি যে তিথিতে যেকোনো শুভ কাজের সূচনা ভালো ফল দেয়।কেনো এই তিথি এতো গুরুত্বপূর্ণ তা জানতে হলে আমাদের শাস্ত্রের আশ্রয়
নিতে হবে।

মহাভারতে উল্লেখ আছে এদিনই দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণ করেন ও লজ্জা থেকে সখী কৃষ্ণাকে রক্ষা করেন শ্রীকৃষ্ণ। বনবাসে থাকাকালীন অক্ষয় তৃতীয়াতেই শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে অক্ষয়পাত্র দান করেন। যাতে বনবাসে তাঁদের কখনও খাদ্যাভাব না হয় আবার অক্ষয় তৃতীয়ায় শ্রীকৃষ্ণের বন্ধু সুদামা তাঁকে অন্ন ভোগ দেন। তার পরিবর্তে কৃষ্ণ তাঁর এই প্রিয় বন্ধুকে সুখ ও সমৃদ্ধির আশীর্বাদ করেন।

আবার এই এদিনই কাশীতে দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটে।দেবী অন্নপূর্ণা সৌভাগ্য এবং সমৃদ্ধির প্রতীক তাই তার আবির্ভাব তিথি সৌভাগ্য এবং সমৃদ্ধি পাওয়ার সর্বাধিক গুরুত্বপূর্ণ সময় বলে মনে করা হয়।

প্রতি বছর কেদারনাথ মন্দির ছয়মাস বন্ধ থাকার পর এইদিনেই দ্বার উদঘাটন করা হয়। দ্বার খুললেই দেখা যায় সেই অক্ষয়দীপ যা ছয়মাস আগে জ্বালিয়ে আসা হয়েছিল, ঠিক তেমনভাবেই জ্বলছে।ভগবানের মহিমার এ এক অদ্ভুত নিদর্শন|

সবাইকে জানাই অক্ষয় তৃতীয়ার অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। শুভ অক্ষয় তৃতীয়া।