শুভ নববর্ষ

42

শ্রী অনিকেত

আজ পয়লা বৈশাখ।
এই পয়লা বৈশাখ বাঙালিরা খুব গর্বের কারন বাংলা ক্যালেন্ডারের প্রথম দিন আজ।আজ নতুন বছরকে বরণ করে নেয়ার দিন।

পশ্চিমবঙ্গ সহ অসম, ত্রিপুরা ও বাংলাদেশে বাঙালিরা পালন করে এই নব বর্ষ পালন।
অসমে, নববর্ষ বিহু হিসাবে পালিত হয়।
আবার দেশের কিছু অংশে বৈশাখী উৎসব মানে
নতুন ফসল ঘরে তোলার উৎসব।

স্বাধীনতার আগে বিশেষ করে জমিদারি প্রথার যুগে চৈত্র মাসের শেষ দিনের মধ্যে সব খাজনা জমা দেয়ার রীতি ছিলো। খাজনা আদায় হলে জমিদাররা বৈশাখের প্রথম দিনে উৎসব পালন করতো। খাওয়া দাওয়া। মেলা। যাত্রা। সবই হতো।

অনেকে বলেন বাঙালি ব্যবসা করতে জানেনা তবে তা ঠিক নয় এবং তার বড়ো প্রমান এই পয়লা বৈশাখ।বহু প্রাচীন কাল থেকে এই পয়লা বৈশাখ বাঙালি জাতির ব্যাবসায়িক সাফল্য বা অর্থনৈতিক প্রাধান্য বিশ্ব বাসির কাছে তুলে ধরছে।কারন আর্থিক ভাবে নতুন বছরের সূচনা করে এই দিনটি তাই ব্যাবসায়ীরা হালখাতা বা ব্যবসার হিসেব নিকেশ শুরু করতো এই দিনটি থেকে।এখনো বাংলায়এই পরম্পরা টিকে আছে।

আজও মিষ্টি বিনিময়। কোলাকুলি। শুভেচ্ছা বিনিময় এবং নতুন হাল খাতা দিয়ে শুরু হয় বাঙালির বর্ষ বরণ।

সবাইকে জানাই পয়লা বৈশাখের অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন।শুভ নববর্ষ।