নীল ষষ্ঠীর শুভেচ্ছা

99

শ্রী অনিকেত

আজ নীল ষষ্ঠী ।পুরান মতে পার্বতীর বিচ্ছেদের পর নীলাবতী রূপে পার্বতীর পুনর্জন্ম হয় এবং শিবের সঙ্গে নীলচণ্ডিকা বা নীলাবতী পরমেশ্বরীর বিয়ে অনুষ্ঠিত হয়ে ছিলো এই তিথিতে।

আবার গ্রাম বাংলায় সন্তানদের মঙ্গল কামনার জন্য ব্রত ও উপবাস পালনের দিন আজ।গ্রাম বাংলার প্রচলিত রীতি অনুসারে নীলষষ্ঠীর সারাদিন উপবাস করেন মায়েরা। সন্ধেবেলা শিবের জলাভিষেকের রীতি প্রচলিত আছে। এর পর বেলপাতা, ফুল ও ফল অর্পণ করতে হয়। আকন্দ ও অপরাজিতার মালা পরিয়ে সন্তানের মঙ্গল কামনার জন্য মোমবাতি জ্বালতে হয়। পুজোর পর উপবাস ভঙ্গ করা হয়।

ধর্মীয় বা শাস্ত্রীয় ব্যাখ্যা যাই হোক। এই দিনটি শিব কে উৎসর্গ করা হয়েছে। এই দিন সহজেই শিবকে সন্তুষ্ট করা যায় এবং শিব কৃপা লাভ করা যায় বলে তার ভক্তরা মনে করেন। শিব স্বয়ং নীল কণ্ঠ।
নীল পুজোর নীল স্বয়ং শিব।

সবাইকে জানাই নীল ষষ্ঠী বা নীল পুজোর শুভেচ্ছা এবং অভিনন্দন। ওঁম নমঃ শিবায়।