শুভ রাম নবমী

85

জ্যোতিষী শ্রী অনিকেত

চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে জন্মে ছিলেন বিষ্ণু অবতার রাম চন্দ্র।বলা ভালো আবির্ভাব হয়েছিলো এই মহান অবতারের।

আজ শুধু ভারত নয় বিশ্বের আরো অনেক দেশে তিনি পূজিত হন।বহিঃবিশ্বে ভারত আর রাম যেনো
সমার্থক শব্দ। শুধু ভারত নয়। নেপাল, ইন্দো নেশিয়া শ্রীলংকা তেও তিনি আইকন।
তিনি শ্রেষ্ঠ অবতার

আমাদের শাস্ত্র মতে বিশ্ব সংসারের সকল মানুষকে ন্যায়পরায়ণতার ও সত্যের পথ প্রদর্শন করতে মিথ্যার উপর সত্যের জয় প্রতিষ্ঠা করতে স্বয়ং ভগবানের ত্রেতা যুগে শ্রী রাম রূপে অবতীর্ণ হয়ে ছিলেন।রাবন ছিলেন তামসিক শক্তির প্রতীক এবং রাম সত্য এবং সুবিচারের প্রতীক।

এই ঘোর কলি যুগে শুধু মাত্র রাম নাম জপ করেই সব কষ্ট লাঘব করা যায়। পাওয়া যায় চীর শান্তি এবং মোক্ষ এমনটা শাস্ত্রে আছে। তবে রাম আমাদের কর্তব্য পালন করতে শেখান। আদৰ্শর জন্য সব কিছুকে ত্যাগ করতে শেখান এই ত্যাগ এবং কর্তব্য পালন সনাতন ধর্মের ভিত্তি।

সবাইকে আমার তরফ থেকে রাম নবমীর শুভেচ্ছা এবং অভিনন্দন। শুভ রাম নবমী। জয় শ্রী রাম।