দেবী অন্নপূর্ণা পুজোর শুভেচ্ছা

43

শ্রী অনিকেত

আজ অন্নপূর্ণা পুজোর দিন।পুরান মতে কাশীতে দেবী অন্নপূর্ণা আবীরভূতা হয়েছিলেন এবং স্বয়ং মহাদেবকে অন্ন ভিক্ষা দিয়ে জীবজগৎ কে রক্ষা করেছিলেন। তিনি কাশীর অধিষ্টাত্রী দেবী তবে বাঙালির সঙ্গে দেবী অন্নপূর্ণার রয়েছে এক অন্য সম্পর্ক,বাংলায় আসলে অন্নপুর্ণা শস্যদেবী, সুপ্রাচীন কাল থেকেই রাঢ় বাংলায় নবান্ন উৎসবের সময় এই অন্নপূর্ণার পুজো হয়ে আসছে।বাংলায় তিনি হয়ে উঠেছেন লৌকিক দেবী। অন্নদাত্রী দেবী অন্নপূর্ণা।আজও গ্রামে গ্রামে নতুন ফসল তোলার পরই দেবীর  পুজো হয়।

জনশ্রুতি অনুসারে এই দেবীর পুজো করলে অন্নকষ্ট দূর হয়। আমাদের সমাজ  জীবনে মাঝে মাঝেই নেমে আসে আকাল বা দুর্ভিক্ষের অশনি সংকেত। বেশিরভাগ বলি হন প্রান্তিক চাষী ও দরিদ্র গৃহস্তরা সেক্ষেত্রে দেবীর কৃপায় দূর হতে পারে অন্নাভাব ও দুর্ভিক্ষ|এমন বিশ্বাস থেকেই পাকা ধানের গুচ্ছ বা শষ্য দিয়ে দেবীর পুজো-অর্চনা হয়।

কাশীতে জনপ্রিয় হওয়ার অনেক আগে থেকেই  বাংলার লৌকিক দেবী হিসেবে তার পুজোর প্রচলন রয়েছে|লৌকিক মতে দেবী অন্নপূর্ণা মূলত রাঢ়-বঙ্গের দেবী। এই দেবীর পুজো কাশীতে নিয়ে গিয়েছিলেন এক সময় বাঙালিরাই এবং আজ বাংলা ও বাঙালির তথা কথিত দ্বিতীয় গৃহ কাশী দুই স্থানীয় সমান জনপ্রিয় ও প্রসিদ্ধ দেবীর অন্নপূর্ণা। শাস্ত্র মতে যে গৃহে অন্নপূর্ণা দেবী বিরাজ করেন সেই গৃহে অন্নর বা সুখ
সমৃদ্ধির অভাব হয়না।

শাস্ত্র মতে আজকের দিনে দেবীর পুজো এবং সাধ্য মতো দান করলে অর্থকষ্ট দূর হয়|শাস্ত্র মতে দেবী অন্নপূর্ণারে পুজো করুন।আপনাদের সবাইকে জানাই অন্নপূর্ণা পুজোর শুভেচ্ছা।