দোলের শুভেচ্ছা এবং অভিনন্দন

5


শ্রী অনিকেত

আজ পবিত্র দোল পূর্ণিমা।দোল রঙের উৎসব।
প্রেমের উৎসব।সব হতাশা অভিমান ভুলে নিজেকে নতুন করে রাঙিয়ে নেয়ার উৎসব।

পুরানে দোল সম্পর্কে একটি ব্যাখ্যা আছে মনে করা হয়। বসন্ত পূর্ণিমার এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ কেশি নামক অসুরকে বধ করেন। অন্যায়কারী, অত্যাচারী এই অসুরকে বধ করার পর সকলে রং নিয়ে মেতে ওঠেন আনন্দ উৎসবে|

আবার বৈষ্ণব ধর্মে দিনটির অন্য মহাত্ম রয়েছে, এমনই এক দোল পূর্ণিমা তিথীতে জন্মে ছিলেন মহা প্রভু শ্রী চৈতন্য|তার জন্ম তিথি হিসেবে ইস্কন এবং গৌড়ীয় বৈষ্ণব সমাজ এই দিন টা পালন করে, কীর্তন এবং পূজা পাঠের মাধ্যমে।

বাঙালির সব উৎসবের সাথেই কোনো না কোনো ভাবে জড়িয়ে যান কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর আর এই দোল যাত্রা তার ছোয়ায় পেয়েছে নতুন মাত্রা, শাম্তি নিকেতনে গুরুদেবের দেখানো পথে আজ পালিত হয় বসন্ত উৎসব, সেও এক প্রেমের উৎসব,  নতুন কে বরণ করে নেয়ার উৎসব|
রবিন্দ্র সংগীতের মূর্ছনা ছাড়া আজও বাঙালির দোল যাত্রা পূর্ণতা পায়না

সবাইকে জানাই দোলের অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাই ভালো থাকুন। আনন্দ করুন শুধু দেখবেন আপনাদের উৎসব পালন যেনো আমাদের আসে পাশে থাকা অবলা জীব গুলোর দুঃখের কারন না হয়। শুভ দোল যাত্রা।