জ্যোতিষী শ্রী অনিকেত
আজ সারা দেশ জুড়ে, পালিত হবে মহা শিব রাত্রি আসুন এই মহা শিবরাত্রির বিশেষ সময় জেনে নিই শিব রাত্রি ব্রত সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা|
এক সময়ে কাশীধামে এক নিষ্ঠুর ব্যাধ বাস করত। সে প্রচুর জীবহত্যা করত। একদিন শিকারে বেরিয়ে তার খুব দেরী হওয়ার ফলে সে জঙ্গলে পথ হারিয়ে রাতে হীংস্র জন্তুর ভয়ে এক গাছের উপর আশ্রয় নেয় । কোনো শিকার না পেয়ে সে হতাশ হয়ে গাছ থেকে একটা করে পাতা ছিঁড়ে নিচে ফেলতে থাকে , ঘটনা চক্রে, সেই গাছটি ছিল বেলগাছ । আর সেই বেলগাছের নিচে একটি শিবলিঙ্গ ছিল এমনকি সেই রাত টাও ছিল শিবচতুর্দশী অর্থাৎ মহাশিবরাত্রি। আর ব্যাধও ছিল অনাহারে অর্থাৎ উপবাসী। তার ফেলা বেলপাতাগুলো শিবলিঙ্গের মাথায় পড়ে এর ফলে তার শিবচতুর্দশী ব্রতের ফল লাভ হয় তার অজান্তেই।
পরদিন ব্যাধ বাড়ী ফিরে এলে তার খাবার সে এক অতিথিকে দিয়ে দেয়। এতে তার ব্রতের সম্পূর্ণ ফল লাভ হয়। এর কিছুদিন পরে সেই ব্যাধ মারা গেলে যমদূতরা তাকে নিতে আসে। কিন্তু শিবচতুর্দশী ব্রতের ফল লাভ হেতু শিবদূতরা এসে যুদ্ধ করে যমদূতদের হারিয়ে ব্যাধকে নিয়ে যায়। যমরাজ তখন শিকার করেন যে শিবচতুর্দশী ব্রত পালন করে এবং শিব ভক্ত যেই জন, তার উপর যমের কোনো অধিকার থাকেনা। সে মুক্তিলাভ করে। কোনো দুষ্ট শক্তি তার অনিষ্ট করতে পারেনা|
মহা শিব রাত্রি তিথিতে আদি শিব লিঙ্গের আবির্ভাব হয়েছিলো। এই তিথিতেই শিব পার্বতী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে ছিলো। এই তিথিতে শিব পুজো করলে বা ব্রত পালন করলে দেবাদিদেব তার ভক্তের মনোস্কামনা দ্রুত পূর্ণ করেন।
সবাইকে জানাই মহা শিব রাত্রির শুভেচ্ছা এবং অভিনন্দন।ওঁম নমঃ শিবায়ঃ।