বাস্তু শাস্ত্রে যন্ত্রের সফল ব্যবহার হয়ে আসছে বহু প্রাচীন কাল থেকে, বাস্তু ত্রুটি দূর করতে ঘরে পিরামিড রাখলে তা বাস্তুর উপর গভীর প্রভাব ফেলে। এর ফলে জীবনে আসে সমৃদ্ধি।জীবনের অনেক সমস্যাই দূর হয়ে যায় পিরামিড যন্ত্রের সফল প্রয়োগের ফলে|
প্রাচীন মিশরীয় যন্ত্র হিসেবে পিরামিড সারা বিশ্বে সমাদৃত|পিরামিড যন্ত্রের বিশেষ আকার শুভ শক্তিকে আকর্ষণ করে|পিরামিড যদি তামা, পিতল বা পঞ্চধাতুর হয় তবে তা আরও শুভ। ঘরে আয়রন বা অ্যালুমিনিয়াম পিরামিড এড়ানো উচিত। আপনি যদি ধাতব পিরামিড রাখতে না চান তবে আপনি একটি কাঠের পিরামিডও রাখতে পারেন।ক্রিস্টাল এর পিরামিড যন্ত্রও ব্যাবহার হয়|
পিরামিডের শুভ প্রভাবের দ্বারা বাড়ির বাস্তু ত্রুটিগুলি দূর করা যায়। ঘরের পজেটিভ শক্তি এবং ঘনত্ব বাড়ানোর জন্য পিরামিডগুলি ঘরে রাখতে হবে। ভারতীয় বাস্তু শাস্ত্রে পিরামিড যন্ত্রের পাশাপাশি স্বস্তিক এর শুভ মতো শুভ চিহ্নগুলি বাড়ির প্রধান প্রবেশদ্বারে স্থাপন করার কথা বলা হয়|
কোনো ধাতুর পিরামিড আপনার জন্যে শ্রেষ্ঠ এবং কোনদিকে কিভাবে তা ব্যাবহার করবেন তা নিশ্চিত করতে একজন অভিজ্ঞতা সম্পন্ন ও দক্ষ বাস্তু বিশেষজ্ঞর পরামর্শ নিতে পারেন|এই বিষয়ে আরো বিস্তারিত জানতে বা আপনার বাস্তু সংক্রান্ত দোষ ত্রুটি নিয়ে কথা বলতে চাইলে যোগাযোগ করুন উল্লেখিত নাম্বারে|আগামী 11 তারিখ থাকছি কলকাতা চেম্বারে|চাইলে আসতে পারেন|ভালো থাকুন|নমস্কার|